মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম » জামালপুরে যমুনার পানি বিপৎসীমার ওপরে, পানিবন্দী মানুষ
জামালপুরে যমুনার পানি বিপৎসীমার ওপরে, পানিবন্দী মানুষ
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুরের বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। জেলার ৩টি উপজেলার ৯টি ইউনিয়নের নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা যায়।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে। সেই সঙ্গে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে ব্রহ্মপুত্র, ঝিনাই, দশানি নদীর পানি। এদিকে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পানিবন্দী রয়েছে জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ি উপজেলার ৯টি ইউনিয়নের ৫০টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ। মাঠ ঘাট, ফসলি জমি, ঘরবাড়িতে বন্যার পানি প্রবেশ করায় বন্যা দুর্গত মানুষ আশ্রয় নিয়েছে রাস্তা-ঘাট, বাঁধসহ উঁচু জায়গায়। সেই সঙ্গে সরিষাবাড়ি, দেওয়ানগঞ্জের কিছু এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন।
জেলা কৃষি বিভাগ জানিয়েছে, বন্যায় কি পরিমাণ ফসলি জমি ক্ষতি হয়েছে তা নিরূপণের কাজ চলছে।
জেলা সিভিল সার্জন প্রণয় কান্তি দাস এই তথ্য নিশ্চিত করে আরটিভি নিউজকে জানান, বন্যাদুর্গতদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ৭০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
উল্লেখ্য, জামালপুর জেলা প্রশাসন এ পর্যন্ত বন্যার্তদের জন্য ১৩ মেট্রিক টন চাউল ও ৭ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।