শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
N2N Online TV
রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ১২ গোল দিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ১২ গোল দিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা
৫০২ বার পঠিত
রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১২ গোল দিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

---

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে বাংলাদেশের প্রয়োজন ছিল ড্র। বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে রীতিমতো তাণ্ডব চালিয়েছে। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ ১২-০ গোলে জিতেছে। এটি টুর্নামেন্টে সর্বোচ্চ ব্যবধানের জয়; তবে বাংলাদেশের মহিলা ফুটবলে অনূর্ধ্ব পর্যায়ে এর চেয়ে বড় জয়ের রেকর্ড রয়েছে।

এই জয়ে বাংলাদেশ চার ম্যাচে দশ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে ফাইনালে উঠল। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়ে ফাইনালে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বীতা করবে ভারত। টুর্নামেন্টে দারুণ খেলা নেপাল আজ (রোববার) ভারতের বিরুদ্ধে এক গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল।

বাংলাদেশের প্রয়োজন ছিল এক পয়েন্ট। পুরো ম্যাচ বাংলাদেশ খেলেছে অনেক গোলক্ষুধা নিয়ে। প্রথমার্ধেই বাংলাদেশ ৪-০ গোলের লিড নেয়। দ্বিতীয়ার্ধে আরও সাত গোল করলে ১২-০ গোলের বড় জয় পায় বাংলাদেশ। বারো গোলের মধ্যে দু’টি হ্যাটট্রিক রয়েছে।

রেফারি বাঁশি বাজানোর মিনিট দুয়েকের মধ্যে বাংলাদেশের গোল যাত্রা শুরু হয়। আনাই মুঘিনি বাংলাদেশের হয়ে প্রথম গোল করেন। মিনিট পাচেক পর ব্যবধান দ্বিগুণ করেন ঋতু পর্ণা চাকমা। ১৬ মিনিটে শাহেদা আক্তার রিপা তৃতীয় গোল করেন। ঋতু পর্ণা চাকমা বিরতির আগে নিজের জোড়া গোল করেন।

বিরতির দুই মিনিট পর আবার শুরু হয় গোল বন্যা। আখি খাতুন নিজের প্রথম ও দলের পঞ্চম গোল করেন। আখির গোলের দুই মিনিট পর শাহেদ আক্তার রিপা নিজের দ্বিতীয় গোল করেন।

৫৪ ও ৭০ মিনিটে আরিফা খন্দকার জোড়া গোল করেন। প্রথম গোল করা আনাই মুঘিনি ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে নবম গোল করেন। ম্যাচের বাকি সময়ে বাংলাদেশ আরো তিনটি গোল করলে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে।



আর্কাইভ