শিরোনাম:
ঢাকা, শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১
N2N Online TV
রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » জেনেভায় আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১ উদযাপন
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » জেনেভায় আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১ উদযাপন
৪৯৭ বার পঠিত
রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জেনেভায় আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১ উদযাপন

---

জেনেভা, ১৮ ডিসেম্বর ২০২১: “কোভিড-১৯ অতিমারির সময়ে অভিবাসী কর্মীদের স্বার্থ, নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকার দেশে এবং দেশের বাইরে বিভিন্ন দেশ ও আর্ন্তজাতিক সংস্থাসমূহের সাথে নিয়মিত কাজ করছে”- আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২১ উপলক্ষে জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন কর্তৃক আয়োজিত এক ভার্চুয়াল সভায় জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোঃ মোস্তাফিজুর রহমান এ কথা বলেন।

রাষ্ট্রদূত কোভিড-১৯ অতিমারির কারণে কর্মচ্যুত হয়ে দেশে ফিরে আসা অভিবাসী কর্মীদের দ্রুত কর্মসংস্থানের লক্ষ্যে আর্থিক প্রণোদনাসহ সরকারের অন্যান্য উদ্যোগসমূহ প্রবাসী বাংলাদেশিদের অবহিত করেন। অতিমারির সময়েও পূর্বের তুলনায় বর্ধিত হারে রেমিট্যান্স প্রেরণ করে দেশের অর্থনীতিতে অবদান রাখায় তিনি প্রবাসীদের ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত বলেন, বাংলদেশের অভাবনীয় আর্থ-সামাজিক উন্নয়নে অভিবাসীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দেশের চলমান উন্নয়নে অধিকতর অবদান রাখতে হলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে পরিবর্তিত ও দক্ষ কর্মসংস্থানের জন্য বাংলাদেশি অভিবাসী কর্মীদের তৈরি হতে হবে বলে তিনি উল্লেখ করেন। এ লক্ষ্যে সরকার দক্ষ অভিবাসী কর্মী তৈরির উপর জোর দিচ্ছে বলেও তিনি সুইজারল্যান্ডে বসবাসরত প্রবাসীদের জানান। এ সময় তিনি বলেন, ২০২৫ সালের মধ্য সরকার আরো অধিক অভিবাসী কর্মী বিদেশে প্রেরণের পরিকল্পনা করেছে।

ভার্চুয়াল সভায় সুইজারল্যান্ডে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। রাষ্ট্রদূত করোনাকালীন সময়ে তাঁদের নানাবিধ সমস্যার কথা শোনেন। প্রবাসীরা তাঁদের কল্যাণে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন।



আর্কাইভ