রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ইরাকের বাগদাদে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২১ পালিত
ইরাকের বাগদাদে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২১ পালিত
যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সাথে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২১ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, ইরাক কর্তৃক বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। দিবসটি এবছর আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) ইরাকের সাথে যৌথভাবে উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানমালায় আইওএম, ইরাক এর পক্ষ থেকে সিনিয়র প্রোগ্রাম কোঅর্ডিনেটর মিজ ক্লারা লিস্টার ও প্রটেকশন অফিসার মিজ কারলোতা পানচেতি সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস এর ডেপুটি প্রটেকশন কোঅর্ডিনেটর মি. সেলিম হেধলি। অনুষ্ঠানে ইরাকের অভিবাসী ও মানবাধিকার বিষয়ে কার্যক্রমে নিয়োজিত বেসরকারি সংস্থার গন্যমান্য প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
ইরাকের বাগদাদে অবস্থিত দূতাবাস চত্তরে আয়োজিত এবারের অনুষ্ঠানমালা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দিয়ে শুরু হয়। মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের প্রদত্ত বাণীসমূহ পাঠ করা হয়। পরবর্তীতে ৩ টি বিশেষ থিম এর উপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। ১ম থিম এর বিষয়বস্তু ছিল ইরাকে বাংলাদেশী অভিবাসীদের অবদান ও শ্রম ব্যবস্থাপনা, ২য় থিম ছিল ইরাকে অভিবাসী কর্মীদের সম্ভাবনা ও সমস্যা এবং ৩য় থিম ছিল ইরাকে বাংলাদেশী অভিবাসীদের উপর কোভিড ১৯ এর প্রভাব। মুক্ত আলোচনার মাধ্যমে ৩ টি থিমে ইরাকের অর্থনৈতিক পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশী কর্মীদের ভূমিকা ও অবদানের কথা উল্লেখ করে বক্তারা বিদ্যমান সমস্যাসমূহ সমাধান করার প্রয়োজনীয়তার বিষয়ে গুরুত্বারোপ করেন। দূতাবাস প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানমালায় ইরাকে বসবাসরত বিভিন্ন শ্রেণি পেশার উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত জনাব মোঃ ফজলুল বারী অনুষ্ঠানে তাঁর বক্তৃতায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অভিবাসীদের কল্যাণে সরকারের গৃহীত নানামুখী কার্যক্রম বিষয়ে আলোকপাত ও মানব পাচারের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির উল্লেখ করেন। অনুষ্ঠানে বক্তারা এবারের প্রতিপাদ্য বিষয়ের প্রতি গুরুত্ত্ব আরোপ করে ইরাকের শ্রমবাজারে বাংলাদেশী কর্মীদের ত্যাগ ও অবদানের কথা স্বীকার করেন।
আইওএম ও রেডক্রস এর প্রতিনিধিবৃন্দ মর্যাদাপূর্ণ অভিবাসন ও নৈতিকতার নীতি মেনে অভিবাসন ব্যবস্থাপনা জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। দালালের খপ্পরে না পড়ে নিয়ম-কানুন জেনে বৈধ পথে বাংলাদেশ হতে বিদেশে আসতে বক্তারা উপস্থিত প্রবাসী বাংলাদেশীদের পরামর্শ দেন। এছাড়া যুদ্ধ বিদ্ধস্ত ও গোলযোগপূর্ণ ইরাকে প্রকৃত মালিকের অধীনে বৈধভাবে কাজ করার জন্যও বক্তারা প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহবান জানান। ইরাক সরকারের আইন কানুন ও করোনা সংক্রান্ত বিধি নিষেধ মেনে কাজ না করার জন্য উপস্থিত সকলকে অনুরোধ জানানো হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তারা ইরাক প্রবাসী বাংলাদেশীদের সুনাম, সততা, কর্মদক্ষতা ও নিবেদিতপ্রান মানসিকতা ধরে রেখে দেশের সুনাম অব্যাহত রাখার আহবান জানান। অনুষ্ঠানমালার ২য় পর্বে অভিবাসীদের সরাসরি সেবা প্রদানের উদ্দেশ্যে মান্যবর রাষ্ট্রদূত কর্তৃক গণশুনানী গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা তাদের বক্তব্যে বাগদাদে দূতাবাস চত্তরে আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠান আয়োজনের জন্য দূতাবাসকে ধন্যবাদ জানান। দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।