শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » আমাদের গুলি ছুড়তে বাধ্য করবেন না :ডিসি মোস্তাইন বিল্লাহ
আমাদের গুলি ছুড়তে বাধ্য করবেন না :ডিসি মোস্তাইন বিল্লাহ
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, আমাদের গুলি ছুড়তে বাধ্য করবেন না। আল্লাহ পাক হাজির নাজির করে বলছি নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপক্ষ হবে। কোন অনিয়ম বরদাস্ত করা হবে না। ব্যালেট পেপার সকালে কেন্দ্রে পাঠানো হবে। আগে উনিশ -কুড়ি যাইহোক এবার ভোটাররা কেন্দ্রে গিয়ে স্বত:স্ফূর্ত ভাবে ভোট দিতে পারবে। আমি চাই আপনারা আমাদের সহযোগিতা করবেন।
তিনি শনিবার (১৮ ডিসেম্বর) সকাল আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে আয়োজিত প্রতিদ্বন্ধি প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় উপজেলার এস এম মাযহারুল হক অডিটরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম (পিপিএম বার), ঢাকা আঞ্জলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান, সহকারী পুলিশ সুপার আবির হোসেন, আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন রুপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমামন। এতে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা অংশ নেন।
পুলিশ সুপার জায়েদুল আলম (পিপিএম বার) বলেন, নির্বাচনে পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনী দেওয়া হবে। কোন অনিয়ম করতে দেওয়া হবে না। কেউ অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ অনিয়ম করলে জেল খানায় বসে নির্বাচন করতে হবে।