শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
N2N Online TV
শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ন্যায় বিচার নিশ্চিত করতে আইন, বিচার ও নির্বাহী বিভাগ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে -স্পীকার
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ন্যায় বিচার নিশ্চিত করতে আইন, বিচার ও নির্বাহী বিভাগ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে -স্পীকার
২১৪ বার পঠিত
শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ন্যায় বিচার নিশ্চিত করতে আইন, বিচার ও নির্বাহী বিভাগ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে -স্পীকার

---

ঢাকা, ১৮ ডিসেম্বর, ২০২১: সংবিধান প্রণয়নের সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্ধৃতি “আজই প্রথম সাড়ে সাত কোটি বাঙালি তাদের শাসনতন্ত্র পেতে যাচ্ছে। বাংলার ইতিহাসে বোধ হয় এই প্রথম যে বাঙালিরা তাদের নিজেদের শাসনতন্ত্র দিচ্ছে। এই শাসনতন্ত্র শহীদের রক্ত দিয়ে লেখা”- উল্লেখ করে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আইনের শাসন সমুন্নত রেখে শোষণ ও বৈষম্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠায় সুপ্রিম কোর্টের ভূমিকা অনন্য।

বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এর সভাপতিত্বে তিনি আজ বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ সম্মানীয় অতিথি’র বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। এরপূর্বে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের স্থান, স্থাপত্য, প্রতিবদেন ও ছবি সম্বলিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন এবং আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

স্পীকার বলেন, মুজিব শতবর্ষ ও বিজয়ের সুবর্ণ জয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণ বাঙালি জাতির গৌরবোজ্জ্বল অধ্যায় আর এমন সময় সুপ্রিম কোর্টের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত হতে পারাও গৌরবের। বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট উদ্বোধন করেন। একই বছর বঙ্গবন্ধু বাঙালি জাতিকে দিয়েছেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান উল্লেখ করে তিনি বলেন, সংবিধানের আলোকে ন্যায় বিচার নিশ্চিত করতে আইন বিভাগ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, সংবিধান ও আইনগত জটিলতার সময়ে সুপ্রিম কোর্ট ব্যাখ্যা প্রদান করে। সুপ্রিম কোর্ট বঙ্গবন্ধুর হত্যাকারীসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের বিচারকার্য সম্পাদন করেছেন। এসময় তিনি উন্নয়নের জন্য গণতন্ত্র ও সুশাসন অপরিহার্য বলে উল্লেখ করেন।

বিচার পাওয়া মানুষের মৌলিক অধিকার উল্লেখ করে নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুবিচার নিশ্চিত করার জন্য সংবেদনশীল হয়ে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি উদাত্ত আহবান জানান তিনি। তিনি করোনা মহামারিতে উচ্চ আদালত ও অধ্বঃতন আদালতের করোনায় আক্রান্ত ও নিহত আইনজীবীদের স্মরণ করেন। এসময় স্পীকার করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল আদালত পদ্ধতি চালু করার জন্য মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ’কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে দেশবরেণ্য বিজ্ঞ বিচারপতিগণ ও বিজ্ঞ আইনজীবীগণ উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে

আর্কাইভ