শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » নওগাঁয় হানাদার মুক্ত দিবস উদযাপন
নওগাঁয় হানাদার মুক্ত দিবস উদযাপন
আজ নওগাঁ হানাদার মুক্ত দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে স্থানীয় একুশে পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেলা ১১টায় শহরের এ টিম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
পরে এক শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক ধরে বাজার, বাটার মোড়, ওষুধপট্টি, কেডি’র মোড়, মুক্তিরমোড় হয়ে পুনরায় এটিম মাঠে এসে শেষ হয়। পরে সেখানে ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় কমপক্ষে ২০টি ঘোড় সওয়ার অংশগ্রহণ করেন।
একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডি এম আব্দুল বারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর্জা ইমাম উদ্দিন, সংগঠনের উপদেষ্টা সাবেক এমপি ওহিদুল রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অপরদিকে শহরের ব্রিজের মোড়ে মুক্তিযুদ্ধ স্মৃতি সংগ্রহশালা ও গবেষণা কেন্দ্রে নওগাঁ হানাদারমুক্ত দিবস উপলক্ষে এক আলোচনাসভার আয়োজন করে। বেলা ১১টা থেকে আয়োজিত এই আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন- সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক। সভাপতিত্ব করেন- জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. আফজাল হোসেন। আলোচনা করেন- বীর মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর হোসেন চৌধুরী, আমজাদ হোসেন চৌধুরী, কাওসার আলী মোল্লা, নজরুল ইসলাম, হামিদুর রহমান, লিয়াকত আলী, আবু দাউদ মো. রেজা ও আব্দুল মান্নান।