শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » লিওয়ানদোস্কি, মুলারের রেকর্ডের দিনে বায়ার্নের বড় জয়
লিওয়ানদোস্কি, মুলারের রেকর্ডের দিনে বায়ার্নের বড় জয়
রবার্ট লিওয়ানদোস্কি, থমাস মুলারের মাইলফলক স্পর্শের দিনের শুক্রবার বুন্দেসলিগায় উল্ফসবার্গকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। এই জয়ে লিগ টেবিলে ৯ পয়েন্ট এগিয়ে গেছে শীর্ষে থাকা বেভারিয়ান্সরা।
এই ম্যাচে অংশ নিয়ে মুলার ৪০০তম বুন্দেসলিগা ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন। এছাড়া অভিজ্ঞ এই জার্মান স্ট্রাইকার ক্যারিয়ারে ২২২তম লিগ গোলও করেছেন। ৭ মিনিটে মুলারের এই গোলেই আলিয়াঁজ এরিনাতে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ৫৭ মিনিটে এবারের মৌসুমে লিপজিগ থেকে দলে আসা ডিফেন্ডার ডায়ট উপামেকানো ব্যবধান দ্বিগুন করেন। বায়ার্নের হয়ে এটি তার ক্যারিয়ারের প্রথম গোল। দুই মিনিট পর লেরয় সানে কর্ণার থেকে তৃতীয় গোলটি করেন। ৮৭ মিনিটে লিওয়ানদোস্কি চতুর্থ গোলটি করলে বড় জয় পায় বায়ার্ন। এই গোলের মাধ্যমে ১৯৭২ সালে গার্ড মুলারের পর এক বর্ষ পঞ্জিতে সর্বোচ্চ ৪৩ লিগ গোল করার নতুন রেকর্ড গড়েছেন পোলিশ তারকা লিওয়ানাদেস্কি।
বুন্দেসলিগার শীতকালীন বিরতির আগে এটাই বায়ার্নের শেষ ম্যাচ। এই পারফরমেন্সে দারুন সন্তুষ্ট কোচ জুলিয়ান নাগলসম্যান বলেছেন, ‘আমরা আজ দারুনভাবে প্রতিপক্ষকে প্রতিরোধ করেছি। তাদের উপর চড়াও হয়ে খেলেছি, নিজেদের সুযোগগুলো শতভাগ কাজে লাগিয়েছি। বড় ব্যবধানের জয়টা আমাদের প্রাপ্য ছিল।’
একইসাথে তিনি লিওয়ানদোস্কির রেকর্ডেরও প্রশংসা করে বলেছেন, সত্যিকার অর্থেই এটা তার প্রাপ্য।
এনিয়ে টানা সপ্তম ম্যাচে পরাজিত হলো উল্ফসবার্গ। অক্টোবরের শেষে মার্ক ফন বোমেলের স্থলাভিষিক্ত নতুন কোচ ফ্লোরিয়ান কোহফেল্ডও দলকে কোন সুখবর দিতে পারছে না।
বিপরীতে সব ধরনের প্রতিযোগিতায় বায়ার্ন এ নিয়ে টানা সপ্তম জয়ের দেখা পেল। ম্যাচের ৭ মিনিটে দর্শকশুন্য আলিয়াঁজ এরিনায় সার্জি গ্যানাব্রির শক্তিশালী শটে মুলার গোলের সুযোগটি কাজে লাগালে এগিয়ে যায় বায়ার্ন। বিরতি পর্যন্ত ১-০ ব্যবধানেই এগিয়ে ছিল স্বাগতিকরা। ৫৭ মিনিটে মুলারের এসিস্টে উপামেকানো মাথা ছুঁইয়ে বল জালে জড়ালে ব্যবধান দ্বিগুন হয়। বুন্দেসলিগায় এবারের মৌসুমে এটি মুলারের ১৫তম এসিস্ট। দুই মিনিট পর সানের দুর্দান্ত শটে উল্ফসবার্গ গোলরক্ষক কোয়েন কাস্টিলসের কিছুই করার ছিল না। ম্যাচ শেষের তিন মিনিট আগে লেভা তার রেকর্ড সৃষ্টিকারী গোলটি করলে বড় জয় পায় বায়ার্ন।