শিরোনাম:
ঢাকা, শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
N2N Online TV
শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » পাচারের জন্য ঢাকায় আনা তরুণী উদ্ধার
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » পাচারের জন্য ঢাকায় আনা তরুণী উদ্ধার
২০৩ বার পঠিত
শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাচারের জন্য ঢাকায় আনা তরুণী উদ্ধার

---

চট্টগ্রাম থেকে পাচারের জন্য ঢাকায় আনা এক তরুণীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় এক নারীসহ পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মুহাম্মদ নাঈম, আসাদুজ্জামান নূর ও ফাতেমা বেগম।

এ প্রসঙ্গে র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নিয়াজ মোহাম্মদ সংবাদমাধ্যমকে বলেন, চট্টগ্রামের ফটিকছড়ির দরিদ্র পরিবারের মেয়েটি হাটহাজারীতে একটি বাসায় কাজ করতো। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) থেকে ওই তরুণী নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে তরুণীর বাবা বাদী হয়ে হাটহাজারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে র‍্যাব তথ্যপ্রযুক্তির মাধ্যমে তরুণীর অবস্থান শনাক্ত করে। ঢাকার ফকিরাপুলের একটি বাস কাউন্টারের সামনে থেকে ওই তরুণীকে উদ্ধার করে র‍্যাব।

র‍্যাব-৭ জানায়, গ্রেপ্তার তিন জনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে পাচারের জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে।

তিন ব্যক্তির বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা হয়েছে বলে জানায় র‍্যাব-৭।



আর্কাইভ