শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » মালয়েশিয়ায় সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর রোববার
মালয়েশিয়ায় সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর রোববার
তিন বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সেদেশের সরকারের সঙ্গে রোববার (১৯ ডিসেম্বর) সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
জানানো হয় ডাটা ব্যাংক থেকেই কর্মী পাঠানো হবে, এজন্য তৈরি হচ্ছে ডাটাব্যাংক।
আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, বিদেশে কর্মী পাঠাতে কোনো ধরনের সিন্ডিকেটকে সুযোগ দেওয়া হবে না।
মন্ত্রী আরু বলেন, আমি আগেও বলেছি এখনো বলছি। আমি কোনো সিন্ডিকেটের পক্ষে না। আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকেও সিন্ডিকেটের কোনো প্রস্তাব বা পদক্ষেপের সুযোগ আমরা রাখিনি। সিন্ডিকেট করার কোনো পদ্ধতিই আমরা রাখতে চাচ্ছি না।