শিরোনাম:
ঢাকা, শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১
N2N Online TV
বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | শিরোনাম » বাংলাদেশ দূতাবাস, বার্লিনে যথাযোগ্য মর্যাদায় ‘মহান বিজয় দিবস-২০২১’ পালন
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | শিরোনাম » বাংলাদেশ দূতাবাস, বার্লিনে যথাযোগ্য মর্যাদায় ‘মহান বিজয় দিবস-২০২১’ পালন
৪১৫ বার পঠিত
বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ দূতাবাস, বার্লিনে যথাযোগ্য মর্যাদায় ‘মহান বিজয় দিবস-২০২১’ পালন

---

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী লগ্নে বাংলাদেশ দূতাবাস, বার্লিনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ‘বিজয় দিবস-২০২১’ পালন করা হয়েছে। জার্মানিতে বিদ্যমান করোনা পরিস্থিতির অবনতি বিবেচনায় ও স্বাগতিক দেশের নিয়ম অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে জার্মানি, কসোভো এবং চেক রিপাবলিক-এ অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির সদস্যবৃন্দ, বিদেশি অতিথিবৃন্দ, এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ অনলাইনে উপর্যুক্ত আলোচনা সভায় যোগদান করেন।

দিবসটি পালন উপলক্ষ্যে সকালে অনুষ্ঠানের শুরুতেই মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া, এনডিসি, মহোদয়ের নেতৃত্বে দূতাবাসের সকল কর্মচারীর উপস্থিতিতে দূতাবাস প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে জাতীয় সংগীত বাজিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর মান্যবর রাষ্ট্রদূত দূতাবাসের সকল কর্মচারীদের নিয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে জাতির পিতা ও জাতীয় স্মৃতি সৌধের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। অতঃপর জুম প্ল্যাটফর্মে সংযোগের মাধ্যমে “Bangladesh at 50: A Story of Resilience, Innovation & Transformation”-শীর্ষক আলোচনা কর্মসূচী আরম্ভ হয়, যেখানে দেশী ও বিদেশি বিশিষ্ট অতিথিবৃন্দ, জার্মানি, কসোভো ও চেক রিপাবলিকে বসবাসরত বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।

ভার্চুয়াল আলোচনার শুরুতেই মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষ্যে প্রেরিত জাতীয় নেতৃবৃন্দের বাণীসমূহ পাঠ করা হয়। দূতাবাসের মিনিস্টার, জনাব এম. মুর্শিদুল হক খান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর মহামান্য রাষ্ট্রপতির বাণী এবং কাউন্সেলর জনাব তানভীর কবির গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন । এছাড়া ভার্চুয়াল আলোচনা সভায় সকলের মাঝে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী’র বাণী বিতরণ করা হয়।

অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে “Bangladesh at 50: A Story of Resilience, Innovation & Transformation” শীর্ষক মূল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারী বিদেশি আলোচকরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, জাতির পিতার অবদান, সোনার বাংলা গঠনে তাঁর স্বপ্ন ও কর্মপরিকল্পনা, বিভিন্ন আর্থ-সামাজিক সূচকে বাংলাদেশের অভূতপুর্ব অর্জনের ভূয়সী প্রশংসা করেন ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এছাড়া জার্মানি, কসোভো এবং চেক রিপাবলিক-এ অবস্থানরত বাংলাদেশী কমিউনিটির সদস্যবৃন্দ অনলাইনে চমৎকার এই অনুষ্ঠান আয়োজনের জন্য দূতাবাসকে ধন্যবাদ জানানোর পাশাপাশি স্বদেশ, স্বাধীনতা এবং বঙ্গবন্ধুকে নিয়ে তাদের নিজ নিজ অনুভূতি ব্যক্ত করেন। ঢাকায় অনুষ্ঠিত মুজিববর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পঠিত শপথ বাক্যটি সকলকে পাঠ করে শোনানোর পাশাপাশি মান্যবর রাষ্ট্রদূত তাঁর বক্তব্যের মাধ্যমে গত ৫০ বছরে বাংলাদেশের অর্জন এবং বর্তমান সরকারের গৃহীত বিবিধ উন্নয়ন কর্মসূচীর ফলে বাংলাদেশ কিভাবে আজ “উন্নয়ন বিস্ময়” হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করেছে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব সহকারে আলোকপাত করেন। তিনি তাঁর আলোচনায় আরো বলেন যে, বঙ্গবন্ধুর আদর্শ ও নেতৃত্বের গুণাবলী ধারণ করে তাঁর কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অর্থনৈতিক উন্নয়ন, বলিষ্ঠ ও নিরপেক্ষ কূটনীতি, অভ্যন্তরীণ স্থিতিশীলতা ইত্যাদির মাধ্যমে বাংলাদেশের মর্যাদাকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন।

পরবর্তীতে জাতির পিতা ও তাঁর পরিবারের সকল শহিদ সদস্যদের জন্য, সকল শহিদ ও জীবিত মুক্তিযোদ্ধা ও জাতীয় নেতৃবৃন্দের জন্য, বিশেষ করে বাংলাদেশ ও জনগণের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরিশেষে অনুষ্ঠানে যোগদানকৃত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে করোনাকালীন সময়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানিয়ে ও সকলের সুস্বাস্থ্য কামনা করে মান্যবর রাষ্ট্রদূত মহোদয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।



এ পাতার আরও খবর

দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে

আর্কাইভ