শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
N2N Online TV
বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ঢাকা ভারতের সঙ্গে সংলাপের মাধ্যমে সকল বিষয়ের সমাধান চায় : মোমেন
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ঢাকা ভারতের সঙ্গে সংলাপের মাধ্যমে সকল বিষয়ের সমাধান চায় : মোমেন
৪৫৮ বার পঠিত
বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকা ভারতের সঙ্গে সংলাপের মাধ্যমে সকল বিষয়ের সমাধান চায় : মোমেন

---

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের বিরাজমান ‘সুবর্ণ অধ্যায়ের’ ভিত্তিতে বাংলাদেশ ভারতের সঙ্গে সব অমীমাংসিত বিষয় সংলাপের মাধ্যমে সমাধান করতে চায়।
ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ ৩ দিনের রাষ্ট্রীয় সফরে এখানে আসার প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেছেন।
ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ এখানে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অবস্থান করছেন। সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সাথে তিনি গণমাধ্যমকে বলেন, ‘(আমরা বিশ্বাস করি), বাংলাদেশ ও ভারতের মধ্যে যেকোনো ইস্যু সংলাপের মাধ্যমে সমাধান করা সম্ভব।’
পররাষ্ট্রমন্ত্রী মোমেন ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ভারতের রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করার পরে সাংবাদিকদের সামনে হাজির হন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি কোবিন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করার সময়ও তারা সঙ্গে ছিলেন।
ভারতের রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর আলোচনার প্রসঙ্গে মোমেন বলেন, চলমান ‘গভীর ও চমৎকার’ দ্বিপক্ষীয় সম্পর্ক এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা অব্যাহত রেখেছে।
মোমেন বলেন, আলমকে সঙ্গে নিয়ে ভারতীয় রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে যোগাযোগ, পানি বণ্টন, চলমান অংশীদারিত্বমূলক প্রকল্প এবং রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয় উঠে অসে।
মোমেন বলেন,‘আমি আশা প্রকাশ করেছি যে, বাংলাদেশ ও ভারত পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আগামী ৫০ বছরে উন্নয়নের শিখরে উঠবে।
মোমেন ভারতের রাষ্ট্রপতিকে জানান যে, শেখ হাসিনা আর্থ-সামাজিক উন্নয়নে অসাধারণ সাফল্যের মাধ্যমে বাংলাদেশে স্থিতিশীলতা এনেছেন এবং তিনি এই অঞ্চলে ‘স্থিতিশীলতার’ জন্য তার প্রচেষ্টা চালিয়ে যেতে চান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারত বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে একই অবস্থানে রয়েছে এবং ঢাকা তা অব্যাহত রাখতে চায়।
বাংলাদেশ ও ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের সোনালী অধ্যায় উপভোগ করছে যা অন্যান্য দেশ অনুসরণ করতে পারে- উল্লেখ করে তিনি আরো বলেন, তিনি চলমান মহামারীর মধ্যে বাংলাদেশকে ভারতের ভ্যাকসিন অনুদানের জন্য কোবিন্দকে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে যোগ দিতে মহামারীর মধ্যে ভারতীয় রাষ্ট্রপতি হিসাবে তার প্রথম বাংলাদেশ সফরের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন। মোমেন বলেন, গত মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের রাষ্ট্রপতির চলমান সফর বাংলাদেশকে সম্মানিত করেছে।
ভারতের রাষ্ট্রপতি, তার স্ত্রী সবিতা কোভিন্দ ও কন্যা স্বাতী কোবিন্দ সরকারি প্রতিনিধিদল নিয়ে ৩ দিনের সফরে আজ সকালে এখানে এসে পৌঁছলে বাংলাদেশ তাদের লাল গালিচা সংবর্ধনা প্রদান করে।
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ তার পত্নী রাশিদা খানমকে সঙ্গে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
ভারতের শিক্ষামন্ত্রী ও দুইজন সংসদ সদস্যসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ভারতের রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন।



এ পাতার আরও খবর

দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে

আর্কাইভ