সোমবার, ৩০ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় আরও একজনের মৃত্যু
নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় আরও একজনের মৃত্যু
প্রাণঘাতি করোনাভাইরাসে নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও এক নারীর মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জের বন্দর এলাকার বাসিন্দা ছিলেন। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাড়ালো ৩১৩ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৫৫ জনের। এতে আক্রান্ত হয়েছে ৯৪ জন। এতে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৪ হাজার ৮৯৭ জন। সুস্থ হয়েছেন ২২ হাজার ৮২৯ জন। এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ১ লাখ ৫৯ হাজার ২২জনের।
সোমবার (৩০ আগস্ট) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১৪১ জন ও আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬১৭ জন, সদরে মারা গেছেন ৫৬ জন ও আক্রান্ত হয়েছে ৫ হাজার ১০৯ জন, বন্দরে মারা গেছেন ২৮ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৬৯ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৮ জন ও আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৩৩ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৬৬ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬১৮ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৫১ জন।
উল্লেখ্য নারায়ণগঞ্জে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়।