বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » ছিলেন চা বিক্রেতা, এখন নাচাচ্ছেন বলিউড
ছিলেন চা বিক্রেতা, এখন নাচাচ্ছেন বলিউড
বাবার সঙ্গে চা বিক্রি করতেন। মাঝপথে বন্ধ হয়ে যায় পড়াশোনা। তবু থেমে থাকেননি তিনি। পরিশ্রম করে সফলতা পেয়েছেন। হয়ে উঠেছেন বলিউডের সেরা নৃত্য পরিচালক।
বলছিলাম ধর্মেশ ইয়েলান্দের কথা। পেশায় তিনি একজন নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক। বলিউডের অনেক শিল্পী তাকে ডাকেন ‘ধর্মেশ স্যার’ বলে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে তার জীবন সংগ্রামের নানা তথ্য।
ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে পথচলা শুরু করেন ধর্মেশ। ফারহা খানের সিনেমায় নৃত্য পরিচালক হিসেবে কাজে সুযোগ পান তিনি। অভিনেতা হিসেবেও করেছেন পাচঁটি সিনেমা। বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুরের সঙ্গেও স্ক্রিন শেয়ার করেছেন ধর্মেশ।
বিভিন্ন রিয়েলিটি শোয়ের নৃত্য পরিচালক হিসেবে কাজ করেছেন ধর্মেশ। এখন তিনি ডাক পান ডান্স রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে। বলিউডের প্রথম সারির তারকা, নৃত্য পরিচালকদের সঙ্গে এক সারিতে, এক মঞ্চে বসেন তিনি। আজকের এ অবস্থানে আসতে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। বাবার চায়ের দোকানে কাজ করেছেন। পিওনের চাকরিও করেছেন টাকার জন্য।
ছোটবেলা থেকেই নাচের প্রতি ঝোঁক ছিল ধর্মেশের। টেলিভিশনের সামনে বসে গোবিন্দর নাচ দেখতেন। তাকে অনুকরণ করে নাচতেন। তাদের ঘর এতোটাই ছোট ছিল যে, নাচার জন্য রাস্তায় নেমে যেতে হত ধর্মেশকে। ছেলের আগ্রহ দেখে অভাব থাকা সত্ত্বেও তাকে নাচের স্কুলে ভর্তি করিয়ে দেন বাবা।
১৯ বছর বয়সে ছোটদের নাচ শেখাতে শুরু করেন ধর্মেশ। ওই সময়ই ঠিক করেন পেশা হিসেবে নাচকে বেছে নেবেন। পিওনের কাজ ছেড়ে দিয়ে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ শুরু করেন। নাচের প্রতিযোগিতার অনুষ্ঠানে অংশ নিয়ে ভাগ্য ফেরান ধর্মেশ। পুরস্কার হিসেবে পান ৫ লাখ টাকা। এ দিয়ে বাবার ঋণ শোধ করেন তিনি।
‘ডান্স ইন্ডিয়া ডান্স’ প্রতিযোগিতায় অংশ নেন। নৃত্য পরিচালক হিসেবে কাজের সুযোগ পান। এখন তিনি ‘ডান্স দিওয়ানে’ শোয়ের বিচারক। অর্থাভাব কেটে গেছে ধর্মেশের। সিনেমায় অভিনয়ের পর কিনেছেন বাড়ি। বর্তমানে তিনি ৩৭ কোটির সম্পত্তির মালিক। তার বার্ষিক আয় ৩ কোটি টাকা।