শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বার্সার ড্রয়ের দিন জয় পেয়েছে পিএসজি
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বার্সার ড্রয়ের দিন জয় পেয়েছে পিএসজি
৫৪৭ বার পঠিত
সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বার্সার ড্রয়ের দিন জয় পেয়েছে পিএসজি

---

আবারও পয়েন্ট হারাল বার্সেলোনা। এবার দুর্বল ওসাসুনার বিপক্ষে ২-২ গোলে ড্র করল কাতালানরা। এ ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে অবস্থান করছে জাভির দল। এদিকে মোনাকোকে ২-০ গোলে হারিয়ে লিগের শীর্ষ স্থান আরও পাকা করল মেসির পিএসজি।

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বার্সেলোনার। নতুন কোচ জাভির অধীনেও নিজেদের খুঁজে ফিরছে কাতালানরা। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার পর এবার লা লিগায় ঘুরে দাঁড়ানোর মিশনে ওসাসুনার মাঠে আতিথ্য নেয় বার্সা। যেখানে ১২ মিনিটেই লিড পায় অতিথিরা। গাভির অ্যাসিস্টে বার্সার হয়ে লিড আনেন নিকো গঞ্জালেস। সমতায় ফিরতে বেশি সময় নেয়নি ওসাসুনা। ২ মিনিট পরেই ডেভিড গার্সিয়া হাসি ফোটান স্বাগতিক শিবিরে।

বিরতির পর ফিরে আবারো এগিয়ে যায় বার্সা। এবার কাতালানদের হয়ে স্কোরখাতায় নাম তোলেন এজ্জাল-জৌলি। ম্যাচে বেশ খানিক্ষণ লিড ধরে রাখে জাভির দল। কিন্তু ৮৬ মিনিটে গিয়ে হতাশায় ডোবে তারা। অতিথিদের রক্ষণদুর্গ ভেঙে লুইস আভিলা সমতায় ফেরান ম্যাচ। তাতেই কপাল পোড়ে বার্সেলোনার। পয়েন্ট খুইয়ে ড্র নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।

এদিকে লিগে পরপর দুই ড্রয়ের পর রোববার (১২ ডিসেম্বর) রাতে মোনাকোর বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে মেসির পিএসজি। গোল দুটি করেছেন ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে।

উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের শেষ ম্যাচে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে বড় জয় পেয়েছিল পিএসজি। এবার ফ্রেঞ্চ লিগে জয়ে ফেরার ম্যাচেও জড়িয়ে থাকলো মেসি-এমবাপ্পের নাম। ম্যাচে একটি অ্যাসিস্ট করেছেন মেসি।

রোববার (১২ ডিসেম্বর) রাতে শক্তিশালী মোনাকোর বিপক্ষে জয়টা খুব একটা সহজ ছিল না পিএসজির জন্য। সমানে সমান লড়েছে সফরকারী দল। বল দখলের লড়াইয়ে দুই দল ছিল প্রায় সমান। তবে ম্যাচে লিড নিতে পিএসজির সময় লেগেছে ১২ মিনিট। ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হন অ্যাঞ্জেল ডি মারিয়া। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সহজ সুযোগ পেয়ে সেটি কাজে লাগাতে ভুল করেননি তরুণ তারকা এমবাপ্পে।

বিরতির ঠিক আগে এমবাপ্পে-মেসির যুগলবন্দিতে ব্যবধান দ্বিগুণ হয়। মাঝমাঠে ফাঁকা জায়গায় বল পেয়ে সেটি ধরে এগিয়ে যান আর্জেন্টাইন তারকা। ডি-বক্সের মধ্যে বাড়িয়ে দেন এমবাপ্পের দিকে। বাকি কাজ সারতে ভুল করেননি সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। এ ২-০ গোলে জয়ের পর ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। দুই নম্বরে থাকা মার্শেইর সংগ্রহ ১৭ ম্যাচে ৪২ পয়েন্ট। মোনাকোর অবস্থান ৮ নম্বরে। তাদের পয়েন্ট ২৬।



আর্কাইভ