রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সিদ্ধিরগঞ্জ » ঘরে বসে মোবাইল বা ল্যাপটপে ভিওআইপি ব্যবসা, মধ্যপ্রাচ্যে পাচার ২৮ কোটি টাকা
ঘরে বসে মোবাইল বা ল্যাপটপে ভিওআইপি ব্যবসা, মধ্যপ্রাচ্যে পাচার ২৮ কোটি টাকা
নারায়ণগঞ্জে অভিনব কায়দায় অবৈধ ভিওআইপি ব্যবসার সাথে জড়িত ২ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।
রোববার (১২ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ১১ এর অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা।
১১ ডিসেম্বর বিকেলে সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুঁড়ি পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসায়ী মোঃ সাইদুর রহমান (৩২) এবং তার সহযোগী মোঃ হাসিবুল ইসলাম (২৯) কে অবৈধ ভিওআইপি ব্যবসার কাজে ব্যবহৃত ২ টি স্মার্টফোন ও ২ টি ল্যাপটপসহ আটক করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, উক্ত আসামিরা মধ্যপ্রাচ্যের একটি কোম্পানীর সাথে যোগাযোগ স্থাপন করে নিয়মবহির্ভূতভাবে ভিওআইপি ব্যবসা করে আসছিল। অধিক জিজ্ঞাসাবাদে আসামিরা আরো স্বীকার করে যে ,এই পন্থায় অর্জিত প্রায় ২৮ কোটি টাকা তারা মধ্যপ্রাচ্যে অবৈধভাবে পাচার করেছে। বিটিআরসি কর্মকর্তাগণের ভাষ্যমতে অভিযুক্তদ্বয় বাংলাদেশ সরকারকে আনুমানিক ৩ কোটি টাকা কর ফাঁকি দিয়েছে।
এসব চক্র অবৈধ ভিওআইপি ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে যার ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এতদপূর্বে বসতবাড়িতে ভিওআইপি সরঞ্জামাদি স্থাপন করে তারা ব্যবসা পরিচালনা করে আসছিল। তবে বর্তমানে অত্যাধুনিক প্রক্রিয়ায় বিদেশী সার্ভার ভাড়া করে কেবলমাত্র মোবাইল ফোন অথবা ল্যাপটপ ব্যবহার করে লোকচক্ষুর অন্তড়ালে দীর্ঘদিন যাবৎ অত্র এলাকায় এই ব্যবসা পরিচালনা করছে বলে জানা যায়।
আটকদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।