শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | ফতুল্লা | শিরোনাম » বক্তাবলীতে জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ প্রতারক গ্রেপ্তার
বক্তাবলীতে জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ প্রতারক গ্রেপ্তার
প্রতারক ও জালিয়াতি চক্রের পলাতক ৩ আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বুধবার (৮ ডিসেম্বর) ভোরে ফতুল্লার বক্তাবলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলো, ফতুল্লার আকবর নগর এলাকার মৃত সোবহান মাদবরের ছেলে সামেদ আলী, সামেদ আলীর ছেলে সজিব, সামেদ আলীর ছেলে রাজীব।
র্যাব-১১ উপ-পরিচালক (স্কোয়াড্রন লীডার) এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃত প্রতারকরা ঢাকা মেডিকেলের সার্টিফিকেট এবং বর্হিবিভাগের রোগীর টিকিট জাল করে জনৈক ব্যক্তিগণের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে জাল-জালিয়াতিমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে।
এছাড়াও দীর্ঘদিন ধরে ৮-১০ টি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছিল। যার প্রত্যেকটি মিথ্যা মামলার চূড়ান্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বিবাদীগণ বাদীপক্ষের বিরুদ্ধে বিভিন্ন জাল-জালিয়াতি মূলক মিথ্যা মামলা থেকে বাঁচার অভিপ্রায়ে বিজ্ঞ আদালতে শরণাপন্ন হয়ে একটি সিআর মামলা দায়ের করেন, যার সিআর মামলা নং-১০২৭/২১, ধারা-৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৫০৬(২) দঃ বিঃ।
ওই মামলার শুনানীতে আসামীগণ হাজির না হলে বিজ্ঞ আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করেন। গ্রেপ্তারকৃত আসামীদেরকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।