শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » শোষণ ও বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে একযোগে কাজ করার আহবান স্পীকারের
শোষণ ও বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে একযোগে কাজ করার আহবান স্পীকারের
ঢাকা, ১১ ডিসেম্বর ২০২১: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন দেশের জনগণের কল্যাণে নিমগ্ন থেকে কাজ করে গেছেন। এসময় তিনি শোষণ ও বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে একযোগে কাজ করার উদাত্ত আহবান জানান।
তিনি আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ক্যাথলিক চার্চ কর্তৃক ঢাকার কৃষিবিদ ইন্সটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।
বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনীর আর্চবিশপ বিজয় এন. ডি’ ক্রুজ, ওএমআই এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের গেষ্ট অব অনার ছিলেন মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও, সিএসসি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি ও ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান এমপি।
স্পীকার বলেন, বঙ্গবন্ধুর উত্তরাধিকারী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সমৃদ্ধির সোপানে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বলে স্পীকার উল্লেখ করেন।
তিনি বলেন, দেশের প্রায় শতভাগ বিদ্যুৎ নিশ্চিতকরণ, দারিদ্রতার হার ২১ শতাংশে নামিয়ে আনা, অতি দরিদ্রদের জন্য আশ্রয়ণের ব্যবস্থাকরণ, নারী উন্নয়নসহ সকল ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী তরুণ। এসময় তিনি তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শন ধারন করে স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে একযোগে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে জুয়েল আরেং এমপি, এডভোকেট ঝর্ণা গ্লোরিয়া সরকার এমপি, সংবর্ধনাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ ছাড়াও খ্রিষ্টীয় সম্প্রদায়ের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।