শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » বগুড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল কর্মসূচির উদ্বোধন
বগুড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল কর্মসূচির উদ্বোধন
জেলায় আজ প্রায় ৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর লক্ষ্যে কর্মসূচি শুরু হয়েছে। সকাল সোয়া ৯টায় বগুড়া পৌরসভায় চারদিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক।
বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আজ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত জেলার মোট ২ হাজার ৮ শত ৪টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী জেলার মোট ৪ লাখ ৭৮ হাজার ৭ শত ৫৮ জন শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৭ হাজার ৯০ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ২১ হাজার ৬৬৮ জন শিশুকে লাল ভিটামিন এ ক্যাপসুল পাবে।
করোনা ভাইরাসের কারণে টানা ৪ দিন খাওয়ানো হবে ভিটামিন‘ এ ’ প্লাস ক্যাপসুল। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলেব এ কর্মসূচি। এসময় উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, জেলা সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরী, সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ নুরুজ্জামান সঞ্চয়, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডাঃ শফিক আমিন কাজল, পৌরসভার কাউন্সিলর তরুণ কুমার কবিরাজ, জেলা ইপিআই সুপারিন্টেনডেন্ট দুলাল উদ্দিন।