শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | পরিবেশ ও পর্যটন | শিরোনাম | স্বাস্থ্য » শীতের শুরুতেই শৈত্যপ্রবাহের আভাস
শীতের শুরুতেই শৈত্যপ্রবাহের আভাস
কুয়াশাচ্ছন্ন ভোর আর শিশিরভেজা সকাল প্রকৃতিতে জানান দিচ্ছে শীত এসে গেছে। আস্তে আস্তে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে রাজশাহী অঞ্চলের পথঘাট। শীতের আমেজ ছড়িয়ে পড়ছে গ্রাম, নগরসহ সব জায়গায়।
প্রতি বছর শীত এলেই ভাপা পিঠার আয়োজন চলে গ্রামবাংলার পাশাপাশি নগরীর মোড়ে মোড়ে অস্থায়ী দোকানগুলোতেও। চলতি মাসের শেষে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
ভোরের আলো ফুটতেই পূর্ব দিগন্তে রক্তিম সূর্যের আভা। লতা-পাতা আর ঘাসের ওপর ঝরে পড়ছে জ্বলজ্বলে শিশির বিন্দু। কখনো কুয়াশার চাদরে ঢাকা পড়ছে রাজশাহী অঞ্চলের পথ, ঘাট ও মাঠ। প্রতিদিনই একটু একটু করে তাপমাত্রা কমে আসায় চারদিকে ছড়িয়ে পড়ছে শীতের আমেজ।
বাঙালি ঐতিহ্যের অংশ শীতের পিঠাপুলি। তাই নগরীর বিভিন্ন মোড়ে সকাল সন্ধ্যা বসছে ভাপা পিঠার আয়োজন। তবে শীতের প্রকোপ থেকে বাঁচতে লেপ-তোশক ও গরম কাপড় চোপড়ের দোকানেও ভিড় বেড়েছে।
স্থানীয় আবহাওয়াবিদের মতে, চলতি মাসের শেষে অথবা জানুয়ারি মাসের শুরুতে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক এস এম রেজওয়ানুল হক জানান, ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে হালকা থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের আভাস রয়েছে।
বর্তমানে এই অঞ্চলের তাপমাত্রা ১৭ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।