শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম » ময়মনসিংহ মুক্ত দিবসের সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন
ময়মনসিংহ মুক্ত দিবসের সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন
আজ ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে ময়মনসিংহ জেলা পাকহানাদার বাহিনী মুক্ত হয়েছিল।
দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার সকালে নগরীর ছোটবাজার মুক্তমঞ্চে জাতীয় ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। এ সময় ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান ও জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন, আব্দুর রব, সেলিম রেজা, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি মমতাজ উদ্দিন মন্তা ও মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বণার্ঢ্য বিজয় র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ছোট বাজার মুক্তমঞ্চে শেষ হয়। র্যালিতে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, আওয়ামী লীগ নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্থরের মানুষ অংশ নেয়।
এদিকে ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষে প্রতিবারের মত এবারও শহরের ছোট বাজার মুক্তমঞ্চে ৭ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড। এছাড়াও প্রতিদিন বিকেলে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা, স্মৃতিচারণ ও স্ংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।