শিরোনাম:
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১
N2N Online TV
শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ‘উইঘুদের ওপর গণহত্যা চালানোর দায়ে অভিযুক্ত চীন’
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ‘উইঘুদের ওপর গণহত্যা চালানোর দায়ে অভিযুক্ত চীন’
১৭৪ বার পঠিত
শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘উইঘুদের ওপর গণহত্যা চালানোর দায়ে অভিযুক্ত চীন’

---

শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর গণহত্যা চালানোর দায়ে চীনকে অভিযুক্ত করা করেছে যুক্তরাজ্যভিত্তিক এক স্বাধীন ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) উইঘুর ট্রাইব্যুনালের প্রধান প্রখ্যাত মানবাধিকার বিষয়ক আইনজীবী স্যার জিওফ্রে নাইস রায়ে বলেন, উইঘুরদের ওপর জাতিগত নিধন চালানোর মানসিকতা থেকেই চীন সরকার তাদের ওপর জন্ম নিয়ন্ত্রণ এবং বন্ধ্যাত্বকরণের মতো সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে।

নাইস আরও বলেছেন, “ট্রাইব্যুনাল যুক্তিসঙ্গত ভাবেই সিধান্তে উপনিত হয়েছে যে গণপ্রজাতন্ত্রী চীন, জিনজিয়াংয়ের উইঘুরদের ধ্বংস করার উদ্দেশ্যে জন্ম রোধ করার জন্য ব্যবস্থা আরোপ করছে, গণহত্যা চালাচ্ছে,”।

সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচের যুদ্ধাপরাধ ও গণহত্যার অপরাধে চলা মামলায় তিনি প্রসিকিউশনের নেতৃত্ব দিয়েছিলেন। স্যার নাইস আরও বলেছেন, ‘রাষ্ট্রীয় ভাবে দমনের এই প্রক্রিয়া কখনোই চলমান থাকতে অয়ারে না যদি এই ধ্বংসের পরিকল্পনা সর্বোচ্চ স্তরে অনুমোদিত না হয়’।

আল জাজিরা জানায়, এই ট্রাইব্যুনালের সরকারী কোন সমর্থন নেই এবং চীনকে গণহত্যার দায়ে শাস্তি দেওয়ার ক্ষমতা নেই। তবে বিশেষজ্ঞরা বলছেন যে এটি বিশ্বব্যাপী গণতান্ত্রিক সরকারকে উইঘুদের ওপর গণহত্যার দায়ে চীনকে দায়ী করতে ভূমিকা রাখবে।

এদিকে উইঘুর ট্রাইব্যুনালকে অতি উৎসাহী আখ্যা দিয়ে চীনের পক্ষ থেকে শিনজিয়াংয়ে সকল ধরনের গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন এবং যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করা হয়েছে। একইসঙ্গে, এই রায়কে চীনবিরোধীদের সম্মিলিত ষড়যন্ত্র হিসেবেও দেখছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।



আর্কাইভ