বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » অর্থনীতি | ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » মালয়েশিয়ার সাথে এফটিএ স্বাক্ষর করতে ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন - বাণিজ্যমন্ত্রী
মালয়েশিয়ার সাথে এফটিএ স্বাক্ষর করতে ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন - বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, মালয়েশিয়ার সাথে এফটিএ স্বাক্ষরের জন্য ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশ ইতোমধ্যে এলডিসি গ্রাজুয়েশন করেছে। গ্রাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ দরকার। ভুটানের সাথে এফটিএ স্বাক্ষর করা হচ্ছে। মালয়েশিয়া, ইন্দানেশিয়া, অস্ট্রেলিয়াসহ বেশ কিছু দেশের সাথে এফটিএ বা পিটিএ স্বাক্ষরের জন্য কাজ চলমান আছে।
মন্ত্রী আজ ঢাকায় গুলশান ক্লাবে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই)’এর ২০ বছরপূর্তি উপলক্ষ্যে ‘অপরচ্যুনিটিজ এন্ড চ্যালেঞ্জেস অভ্ এফটিএ ফর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এফটিএ বা পিটিএ স্বাক্ষরের ফলে দেশের অর্থনীতির ওপর চাপ পড়বে, বিভিন্ন দেশের সাথে বাণিজ্য সুবিধা আদায় করতে এর বিকল্প নেই। এজন্য আমাদের দক্ষতা অর্জন করতে হবে। বিষয়টিকে অগ্রাধিকার এবং গুরুত্ব দিয়ে কাজ করছে মন্ত্রণালয়। তিনি বলেন, এফটিএর সাথে শুধু অর্থনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক নয়, অনেক টেকনিক্যাল ও গুরুত্বপূর্ণ বিষয় আছে। দেশের স্বার্থ রক্ষা করেই আমাদের এ বিষয়ে এগিয়ে যেতে হচ্ছে। এ ক্ষেত্রে দেশের ব্যবসায়ীদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) এর প্রেসিডেন্ট রকিব মোহাম্মদ ফখরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডি’র নির্বাহী পরিচালক ড. মাহমুদা খাতুন। প্যানেলিস্ট হিসেবে আলোচনায় অংশ নেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান। অনুষ্ঠানে বিএমসিসিআই এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান সৈয়দ আলমাস কবীর এবং সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম।