শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
N2N Online TV
বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | রাজনীতি | শিরোনাম » আন্দোলন করে লাভ হবে না, বিএনপিকে হানিফ
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | রাজনীতি | শিরোনাম » আন্দোলন করে লাভ হবে না, বিএনপিকে হানিফ
৪৭৪ বার পঠিত
বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আন্দোলন করে লাভ হবে না, বিএনপিকে হানিফ

---

খালেদা জিয়ার চিকিৎসার নামে বিএনপি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

তিনি বলেছেন, ‘আন্দোলন করে কোনও লাভ হবে না। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে হলে রাষ্ট্রপতির কাছে দণ্ড মওকুফ চেয়ে আবেদন করতে হবে। রাষ্ট্রপতি তার দণ্ড মওকুফ করলে তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন। এ ছাড়া কোনও বিকল্প পথ খোলা নেই।’

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

হানিফ বলেন, ‘খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন। তবে তিনি বাংলাদেশের আইনে একজন সাজাপ্রাপ্ত আসামি। তারপরও তাকে জেলখানায় সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। এখন প্রধানমন্ত্রী তার হাতে থাকা ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে খালেদা জিয়াকে জেলখানার বাইরে চিকিৎসার সুযোগ করে দিয়েছেন।’

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘তিনি (খালেদা) এখন বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। খালেদা জিয়ার চিকিৎসক ছাড়া ওই হাসপাতালের কোনও চিকিৎসক আজ পর্যন্ত খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে হবে, এমনটি বলেননি। আবার বিএনপির পক্ষ থেকেও সুনির্দিষ্টভাবে কোন দেশে নিয়ে তাকে চিকিৎসা করাবে, সেটি বলছে না। তারা খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে প্রতিদিন প্রেস ক্লাবের সামনে গিয়ে আন্দোলন করছে।’

‘প্রধানমন্ত্রী কোনও অন্যায় পছন্দ করেন না’ উল্লেখ করে হানিফ আরও বলেন, ‘ডা. মুরাদের বিষয়ে যখনই তিনি শুনেছেন, তখনই ব্যবস্থা নিয়েছেন। ইতোমধ্যে তাকে মন্ত্রিত্ব থেকে ও জামালপুর জেলা আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের পরবর্তী নীতি নির্ধারণী সভায় তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’



আর্কাইভ