শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » চট্টগ্রামে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » চট্টগ্রামে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন
১৫৫ বার পঠিত
বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন

---

চট্টগ্রামে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভোর ৫টার দিকে নগরীর আতুরার ডিপো এলাকায় নাজিরিয়া অয়েল মিলসের ভেতর পোশাক কারখানার ঝুটের গোডাউনে এই আগুনের সূত্রপাত হয়।

শুধু ঝুট নয়, আগুনের ঘটনায় পুড়ে গেছে শীতের কাপড়ও। কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানায় মালিক পক্ষ। এদিকে পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। ছয়টি ইউনিট তিন ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ পরিচালক আনিসুর রহমান সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গার্মেন্টস ঝুটের গোডাউনে আগুন লাগার কারণে তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। পাশাপাশি তিনটি গোডাউনে আগুন লেগেছে। ঠিকমতো পানি না পাওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে তা জানাতে পারেননি তিনি।

জানা গেছে, আতুরার ডিপো নাজেরিয়া এলাকায় দুইতলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। যেখানে গার্মেন্টসের বিভিন্ন ধরনের ঝুট কাপড় রাখা হয়েছিল। এখানে পাশাপাশি তিনটি গোডাউন রয়েছে। সবগুলো গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে।

ঝুটির পাশাপাশি বিক্রির জন্য আনা বিভিন্ন শীতের কাপড় ও পুরোপুরি পুড়ে গেছে। এতে তাদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান মালিকরা।

এদিকে ফায়ার সার্ভিস জানায়, কয়েকটি প্রতিষ্ঠান মিলে বড় এলাকায় ঝুট গোডাউন করলেও পানির কিংবা কোনো প্রতিরক্ষামূলক ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পরে বলে।



আর্কাইভ