মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ০.৫ মিলিয়ন ডোজ অ্যাস্ট্রোজেনেকা ভ্যাকসিন পাঠিয়েছে মালয়েশিয়া
০.৫ মিলিয়ন ডোজ অ্যাস্ট্রোজেনেকা ভ্যাকসিন পাঠিয়েছে মালয়েশিয়া
মালয়েশিয়া বাংলাদেশকে দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ হিসেবে ০.৫ মিলিয়ন ডোজ অ্যাস্ট্রোজেনেকা ভ্যাকসিন পাঠিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথিশালা পদ্মায় এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে নিযুক্ত মালয়েশীয় হাই কমিশনার হানজা মো: হাশিমের কাছ থেকে এই ভ্যাকসিন গ্রহণ করেন। এ সময় মালয়েশিয়াকে বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু আখ্যায়িত করে পররাষ্ট্রমন্ত্রী এই অনুদানের জন্য মালয়েশীয় সরকারের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ড. মোমেন বলেন, বাংলাদেশ সরকার সাফ্যল্যের সাথে কোভিড পরিস্থিতির মোকাবিলা করেছে এবং বর্তমানে সংক্রমণের হার নিয়ন্ত্রণেই রয়েছে।
গণ টিকাদান অভিযান সম্পর্কে মন্ত্রী বলেন, বর্তমানে কোভিড টিকার সংকট নেই। অধিকন্তু বাংলাদেশ সিনেফার্মের সাথে এখানেই কোভিড ভ্যাকসিন উৎপাদন করবে।
পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনেও সহায়তার জন্য মালয়েশীয় সরকারকে ধন্যবাদ জানান।
ড. মোমেন কোভিড১৯ লকলাউনের সময় মালয়েশিয়ার বিভিন্ন স্থানে বসবাসকারী বিপুল সংখ্যক বাংলাদেশী শ্রমিকদের সহায়তার জন্য মালয়েশিয়া সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।