শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
N2N Online TV
মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ভারতের বিপক্ষে জয়ের সুবাতাস পাচ্ছে টাইগার যুবারা
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ভারতের বিপক্ষে জয়ের সুবাতাস পাচ্ছে টাইগার যুবারা
১৩৮ বার পঠিত
মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতের বিপক্ষে জয়ের সুবাতাস পাচ্ছে টাইগার যুবারা

---

একদিনে দুই জায়গায় লড়ছে বাংলাদেশ। চিত্রনাট্য যদিও ভিন্ন। ঘরের মাঠে সফরকারী পাকিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে এরইমধ্যে টানা উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। অন্যদিকে, কলকাতার ইডেন গার্ডেনে ইতিহাস লিখছে টাইগার যুবারা।

কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনে ত্রিদলীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ব্যাট হাতে বড় সংগ্রহের পর বল হাতেও দাপুটে শুরু বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের।

আইচ মোল্লাদের দেওয়া ২৩৫ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৫ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকরা। জামান-সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বলতে গেলে কোণঠাসা ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ৩ ওভারে কোনো উইকেট না হারালেও রানও পাচ্ছিল না ভারত। ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলেই দলীয় ৮ রানে শন রজারকে হারায় স্বাগতিকরা। এরপর মাত্র ১ রান যোগ করতেই আরও দুই দুটি উইকেট হারায় তারা। একে একে সাজঘরে ফিরে যান মোহাম্মদ ফাইজ ও আরাধ্য যাদব।

বাংলাদেশের পক্ষে জামান দুটি ও তানজিম সাকিব একটি করে উইকেট পেয়েছেন।

এর আগে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে আইচ মোল্লার দশ চার আর দুটি ছক্কায় মোড়ানো ৯৩ রানের অনবদ্য ইনিংসে ভর করে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের যুবারা ২৩৪ রানের বড় সংগ্রহ পায়।

বাংলাদেশের পক্ষে আইচ মোল্লা ছাড়াও আশিক ৫৮ বলে ৫০ এবং প্রান্তিক নওরোজ নাবিল ২৫ বলে ২৮ রান করে দলের রানের চাকা সচল রাখেন।

এছাড়া ভারতের পক্ষে ধানুশ গৌদা শিকার করেন তিনটি উইকেট লাভ করেন।

এর আগে গত বুধবার (১ ডিসেম্বর) তিন দলীয় ওয়ানডে সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের বিপক্ষে ১১৩ রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টাইগার যুবাদের দেওয়া ৩০৬ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ১৯২ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস।



আর্কাইভ