শিরোনাম:
ঢাকা, শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
N2N Online TV
মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ‘বড়দিন’ উপলক্ষে বিভিন্ন দেশে সাজ সাজ রব
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ‘বড়দিন’ উপলক্ষে বিভিন্ন দেশে সাজ সাজ রব
৩৬০ বার পঠিত
মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘বড়দিন’ উপলক্ষে বিভিন্ন দেশে সাজ সাজ রব

---

খ্রিষ্ট ধর্মাবলম্বীরদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উপলক্ষে বিভিন্ন দেশে এখন সাজ সাজ রব। বর্ণিল সাজে সাজানো হয়েছে হংকংয়ের রাস্তাগুলো। ছুটির আমেজে ভাসছেন পুরো হংকংবাসী। পিছিয়ে নেই জাপানের টোকিও শহরও। ডিস্কো বল আর ফেস্টুনের মতো নানান সজ্জার আকর্ষণে নগরী পেয়েছে এক ভিন্ন মাত্রা।

রাতের অন্ধকার আকাশের নিচে রঙ-বেরঙের বাতিতে সাজানো গগণচুম্বী গাছগুলো যেন এক একটি উজ্জ্বল তারা। শান্ত নদীতে পাল তোলা আলোকিত নৌকা যেন প্রবাহমান দ্বীপের মতো। কোথাও কেউ ছবি তুলছেন পরিবারের সাথে, কেউ বা আবার করোনার সাবধানতা অবলম্বনে মুখোশ পরে ভালোাসার চুম্বন আঁকছেন প্রিয়তমার ঠোঁটে। আর যারা পরিবার নিয়ে ঘুরতে এসেছেন তারা মেতে আছেন আপন ভুবনে।

এভাবেই বড়দিনকে উৎযাপন করতে প্রস্তুতি নিচ্ছেন হংকংবাসী। পিছিয়ে নেই হোটেলগুলোও। অভ্যর্থনা কক্ষ থেকে শুরু করে, লবি, রেঁস্তোরা, পিলারসহ সব জায়গাতেই লাইট, বল আর গিফটের সমন্বয়ে বড়দিনকে আমন্ত্রণ জানানোর অপেক্ষা। আর কাল্পনিক তুষারপাতে আবৃত রেলগাড়ি দৃষ্টি কাড়ছিল সবার।

অন্যদিকে পানির ফোয়ারার সামনে বাচ্চাদের খেলাধুলা অথবা সাদা আলোয় সাজানো রাস্তার ধারে সারিবদ্ধ গাছ, কুকুরের গলায় ফ্ল্যাশিং আলোর জমকালো লাইট শো কিংবা শপিং মলের বাইরে বড় পর্দায় হ্যারি পটারের প্রর্দশনী -এই সব কিছুই যেন জাপানীদের বড়দিন আয়োজনের অংশ।

উপহার কেনা, টোকিও মল ঘুরে দেখা, মাটি থেকে ধোঁয়া ওঠার দৃশ্য -এমন সব মুহূর্তগুলোকে মুঠোফোনে ধরে রাখার মাধ্যমেই বছরের শেষে ছুটির আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন যে যার মতো।

এছাড়াও বড়দিনের উষ্ণ ছোঁয়া লেগেছে চেক রিপাবলিকের রাজধানী প্রাগেও। বর্ণিল আলোয় সেজেছে পুরো শহর।



আর্কাইভ