সোমবার, ৩০ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজবাড়ী | শিরোনাম » ইলিশ ধরতে গিয়ে জেলের জালে ১৬ কেজির বোয়াল
ইলিশ ধরতে গিয়ে জেলের জালে ১৬ কেজির বোয়াল
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কামারডাঙ্গী এলাকায় পদ্মা নদী মোহনায় পলাশ হলদার নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি বোয়াল মাছ।
সোমবার (৩০ আগস্ট) ভোর ৬টার দিকে মাছটি জালে ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া ঘাটের মৎস্য আড়তে আনা হলে ব্যবসায়ী শাজাহান শেখ ২ হাজার ২০০ টাকা কেজি দরে কিনে নেন।
পলাশ হলদার বলেন, রাতে ট্রলার নিয়ে গোয়ালন্দের পদ্মায় ইলিশ মাছ ধরতে যাই। কিন্তু ইলিশ পাইনি। ভোরের দিকে কামারডাঙ্গী এলাকায় জাল ফেললে ভাগ্যগুণে এই বিশাল আকৃতির বোয়াল মাছটি পাই। মাছটি পেয়ে আমি অনেক খুশি।
মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, পদ্মার মাছ এমনিতেই সুস্বাদু। তারপর যদি আকারে বড় হয় তাহলে তো কথাই নেই। সবসময় পদ্মার মাছের চাহিদা থাকে। বড় বড় ব্যবসায়ী ও শিল্পপতিরা আগে থেকেই বলে রাখেন। এজন্য বড় মাছ ধরা পড়লেই তাদের সঙ্গে যোগাযোগ করা হয়।
তিনি আরও জানান, তার কাছ থেকে ২ হাজার ৩০০ টাকা কেজি দরে ৩৬ হাজার ৮০০ টাকায় ফরিদপুরের মধুখালীর এক ব্যবসায়ী মাছটি কিনে নেন। এতে তার কেজিতে লাভ হয়েছে ১০০ টাকা।
জেলা মৎস্য কর্মকর্তা রোকোনুজ্জামান বলেন, ভরা মৌসুম হলেও পদ্মায় ইলিশ পাওয়া যাচ্ছে না। কিন্তু জেলেরা প্রায়ই ইলিশ ধরতে গিয়ে বড় বড় রুই, কাতলা, আইড়, বোয়াল, বাঘাইড় মাছ পাচ্ছে