শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » সহজ জয়ে লিগে পাঁচে উঠে এল য়্যুভেন্তাস
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » সহজ জয়ে লিগে পাঁচে উঠে এল য়্যুভেন্তাস
১৮৯ বার পঠিত
সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সহজ জয়ে লিগে পাঁচে উঠে এল য়্যুভেন্তাস

---

জেনোয়াকে ২-০ গোলে হারিয়ে প্রত্যাশিত জয় পেয়েছে য়্যুভেন্তাস। তুরিনের ওল্ড লেডিদের হয়ে গোল করেন কুয়াদ্রাদো ও পাওলো দিবালা। এ জয়ে ১৬ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে এল অ্যাল্লেগ্রির দল।

ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি দেওয়ার পরই ছন্দহীন য়্যুভেন্তাস। তারপরও সবশেষ দুই ম্যাচে জয় পাওয়ায় কিছুটা স্বস্তিতে ইতালিয়ান জায়ান্টরা। গত ম্যাচে সালেরনিতানার বিপক্ষে জয়ের পর এবার ঘরের মাঠে জেনোয়াকে হারাল তুরিনের ওল্ড লেডিরা। তবে শীর্ষে থাকা এসি মিলানের চেয়ে এখনো ১১ পয়েন্ট কম থাকায়, শিরোপা রেসে পিছিয়ে ৩৭ বারের চ্যাম্পিয়নরা।

এদিন তুরিনোতে শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলে য়্যুভেন্তাস। তাই স্বাগতিকরা ফলও পায় দ্রুত। কর্ণার থেকে চোখ ধাঁধানো গোল করে দলকে লিড এনে দেন কলম্বিয়ান মিডফিল্ডার কুয়াদ্রাদো। তাতেই উল্লাসে মেতে ওঠে স্বাগতিক সমর্থকরা।

এরপর লিড বাড়াতে জেনোয়ার রক্ষণে মুহুর্মুহু অ্যাটাক করে অ্যাল্লেগ্রির শিষ্যরা। তবে সুযোগ পেয়েও গোল মিসের মহড়ায় মেতে ওঠে স্বাগতিক ফরোয়ার্ডরা। যেখানে বের্নারডেসি-দিবালারা বল জালে জড়াতে ব্যর্থতার পরিচয় দেন।

বিপরীতে কোণঠাসা হয়ে পড়া জেনোয়া প্রথমার্ধে কোন গোল পায়নি। বিরতির পর বলের দখল নিয়ে আধিপত্য য়্যুভেন্তাসের। কিন্তু প্রতিপক্ষের গোলকিপারকে ওয়ান টু ওয়ানে পেয়েও কাজের কাজটি করতে পারেনি দিবালা-মোরাতারা। এদিন জেনোয়ার গোলরক্ষকের অসাধারণ নৈপুণ্যে ব্যবধান বড় করতে পারেনি তুরিনের ওল্ড লেডিরা।

তবে ৮২ মিনিটে গোলের দেখা পায় পাওলো দিবালা। জেনোয়ার ডিফেন্স চূর্ণ করে ব্যবধান দ্বিগুণ করেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। লিগে এটি তার সপ্তম গোল। শেষ পর্যন্ত আর গোল না হলে জয়ের উৎসবে মেতে ওঠে য়্যুভেন্তাস। এ জয়ে ১৬ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে এল তুরিনের ওল্ড লেডিরা।



আর্কাইভ