সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » র্যাংনিকের প্রথম ম্যাচেই স্বস্তির জয় পেল ইউনাইটেড
র্যাংনিকের প্রথম ম্যাচেই স্বস্তির জয় পেল ইউনাইটেড
নতুন কোচ রালফ র্যাংনিকের অভিষেকে স্বস্তির জয় ম্যানচেস্টার ইউনাইটেডের। ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। দলের হয়ে একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেড। অন্যম্যাচে নরউইচ সিটির বিপক্ষে ৩-০ গোলের প্রত্যাশিত জয় পেয়েছে টটেনহ্যাম হটসপার।
শুরুটা দারুণ হলো ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ রালফ র্যাংনিকের। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে অন্য আলোয় আলোকিত এই অভিজ্ঞ জার্মান কোচ। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে স্বস্তির জয় পেয়ে হাসি মুখে পথচলা শুরু অভিষিক্ত রালফের। সবমিলিয়ে ওল্ড ট্রাফোর্ডে স্বাগতিক সমর্থকরাও বুনো উল্লাসে মেতে ওঠে।
ম্যাচের শুরুতেই আধিপত্য বিস্তার করলেও প্রতিপক্ষের গোলরক্ষকের কোনো পরীক্ষাই নিতে পারছিলো না ব্রুনো ফার্নান্দেজ-রোনালদো-রাশফোর্ডরা। গেলো ম্যাচে ৮০০ গোলের কীর্তি গড়া ক্রিস্টিয়ানো রোনালদো এদিন নামের প্রতি তেমন সুবিচার করতে পারেননি।
১২ মিনিট রোনালদো ফ্রি কিক চলে যায় পোস্টের উপর দিয়ে। ১০ মিনিট পর সি আর সেভেনের শট রুখে দেন ক্রিস্টাল প্যালেসের গোলকিপার ভিসেন্তে। তবে ২৮ মিনিটে দারুণ এক সুযোগ পেয়েও হাতছাড়া করেন রোনালদো। ডি বক্সে ফাঁকায় বল পেয়েও বল জালে জড়াতে পারেননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। যদিও প্রথমার্ধে দুটি সহজ সুযোগ নষ্ট করে অতিথিরা।
বিরতির পর কাঙ্ক্ষিত গোল পেতে অ্যাটাকিং ফুটবল খেলে ম্যানচেস্টার ইউনাইটেড। যেখানে ক্রিস্টালের রক্ষণ দেয়াল যেনো কিছুতেই ভাঙ্গতে পারছিলো না রালফের শিষ্যরা।
তবে ম্যনচেস্টার ইউনাইটেডের অপেক্ষার পালা ফুরোয় ৭৭ মিনিটে। ওল্ড ট্রাফের্ডে আনন্দের উপলক্ষ এনে দেন ফ্রেড। ম্যাসন গ্রিনউডের অ্যাসিস্টে দারুণ গোল করেন এ ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
এরপর প্রাণপন চেষ্টা করেও সমতায় ফিরতে পারছিল না ক্রিস্টাল প্যালেস। স্রোতের বিপরীতে ফিনিশিং দুর্বলতার কারণে আর লিড বাড়াতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেডও।
শেষ পর্যন্ত আর গোল না হলে অভিষেক ম্যাচটা জয়ে রাঙান কোচ রালফ র্যাংনিকের। এ জয়ে ১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এলো রেড ডেভিলরা।
এদিকে আরেক ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে দারুণ জয় পেয়েছে টটেনহ্যাম হটসপার। ম্যাচের ১০ মিনিটে স্পারদের এগিয়ে দেন লুকাস। এরপর ৬৭ মিনিটে লিড দ্বিগুন করেন সানচেজ। ১০ মিনিট পর সন মিনের গোলে স্কোর লাইন দাঁড়ায় ৩-০। এ জয়ে ২৫ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহ্যাম হটসপার।