শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » সমৃদ্ধ দেশ গঠনে সকল সম্প্রদায়ের মানুষকে একসাথে কাজ করতে হবে : এলজিআরডি প্রতিমন্ত্রী
সমৃদ্ধ দেশ গঠনে সকল সম্প্রদায়ের মানুষকে একসাথে কাজ করতে হবে : এলজিআরডি প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য সমৃদ্ধ দেশ গঠনে সকল সম্প্রদায়ের মানুষকে একসাথে কাজ করার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, দেশকে আরো সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার কাজ এগিয়ে চলেছে উল্লেখ করে স্বপন ভট্টাচার্য্য বলেন, দেশের এ অগ্রযাত্রায় সকল শ্রেণী-পেশার মানুষকে অংশগ্রহণ করতে হবে।
এলজিআরডি প্রতিমন্ত্রী আজ শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৬১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব ধর্মের মানুষকে সমানভাবে ভালবাসতেন। সকল শ্রেণি পেশার মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে আমৃত্য সংগ্রাম করেছেন।
প্রতিমন্ত্রী বলেন, খ্রীষ্টান সম্প্রদায়ের আতিথেয়তা, মানবিকতা ও শৃঙ্খলা তাদের নিজেদের আত্মসামাজিক উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত। এ জন্য তিনি তাদের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, এই সম্প্রদায়ের লোকজন দেশের জন্য নিবেদিত প্রাণ। তারা সমবায়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখছে।
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী সমবায়ের মূল চেতনা ধারণ করে সমবায় কার্যক্রমকে আরো বেগবান করতেও সমবায়ী নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্টার সভাপতিত্বে এ অনুষ্ঠানে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড. মো. হারুন-অর-রশিদ বিশ্বাস, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী সদস্য রেমন্ড আরেং, দি সেন্ট্রাল এসোসিয়েশন অফ খ্রীষ্টান কো-অপারেটিভ’র
চেয়ারম্যান নির্মল রোজারিওসহ খ্রীষ্টান সম্প্রদায়ের বিভিন্ন পর্যারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।