শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | পরিবেশ ও পর্যটন | শিরোনাম » শক্তিশালী হচ্ছে জাওয়াদ, সাগরে সতর্ক সংকেত
শক্তিশালী হচ্ছে জাওয়াদ, সাগরে সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে ঘূর্ণিঝড় জাওয়াদে পরিণত হয়েছে। বর্তমানে এটি বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল সংলগ্ন পশ্চিম মধ্যাঞ্চলে অবস্থান করছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।
শনিবার (৪ ডিসেম্বর) সকাল এটি ভারতের অন্ধ্র প্রদেশের উত্তর এবং উড়িষ্যার উপকূলে পৌঁছাতে পারে।
ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের সব সমুদ্রবন্দরে ১নং দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে যা পরবর্তীতে আরও বৃদ্ধি পেতে পারে।
ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে বিশাখাপাটনাম থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে নিম্নচাপটি তৈরি হয়। এটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
আইএমডি জানিয়েছে, শনিবার উপকূলে পৌঁছানোর সময় তীব্র ঝড়ের গতিবেগ নিয়ে আসতে পারে ঘূর্ণিঝড় জাওয়াদ। এর প্রভাবে উড়িষ্যা, অন্ধ্র প্রদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় ভারি থেকে তীব্র ভারি বৃষ্টিপাত হতে পারে। এতে এসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি ফসলের ক্ষতি হতে পারে।