শনিবার, ২১ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | শিরোনাম | সম্পাদকীয় » পিডিবির অব্যবস্থাপনা বন্ধ হোক: বিপজ্জনক বিদ্যুৎ-সংযোগ
পিডিবির অব্যবস্থাপনা বন্ধ হোক: বিপজ্জনক বিদ্যুৎ-সংযোগ
দেশের সব এলাকাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনতে সরকারের নানা উদ্যোগ প্রশংসনীয়। তবে প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ–সংযোগ নিতে নানা অনিয়মের শিকার হতে হয় সাধারণ মানুষকে। এর মধ্যে টাঙ্গাইলের সখীপুর উপজেলার গ্রামাঞ্চলে ভয়াবহ চিত্র দেখা গেল। সেখানে অনেক জায়গা বাঁশ এমনকি তাজা গাছকেও বিদ্যুতের খুঁটি বানানো হয়েছে। কোথাও বিদ্যুতের তার মাটি ছুঁই ছুঁই বা ফসল ছুঁয়ে আছে। এ অবস্থায় গত সপ্তাহে ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে এক শিশু মারাও গেছে। গত জুনেও এক ব্যক্তি বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।
প্রতিবেদন জানাচ্ছে, উপজেলাটিতে বিদ্যুতের প্রায় ৮০ হাজার গ্রাহক আছেন। প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছালেও খুঁটি পৌঁছায়নি। ফলে অনেক গ্রাহক এক কিলোমিটার দূর পর্যন্ত নিজস্ব ব্যয়ে বাঁশ ব্যবহার করে বিদ্যুৎ-সংযোগ নিয়েছেন। কেউ ১০ বছর আগেও বাঁশ ব্যবহার করে বিদ্যুৎ-সংযোগ নিয়েছেন। বিদ্যুৎ কার্যালয়ে আবেদন করেও খুঁটি পাননি। জনপ্রতিনিধি ও নেতাদের পেছনে ঘুরেও খুঁটি বরাদ্দ আনা যায়নি। উপজেলা পরিষদের চেয়ারম্যান বলছেন, খুঁটির জন্য বারবার জানানো হলেও আমলে নেয়নি পিডিবি কর্তৃপক্ষ।
সখীপুর অঞ্চলের পিডিবির কর্মকর্তার বক্তব্য, দূরে দূরে বাড়ি থাকায় সব জায়গায় খুঁটি দেওয়া সম্ভব হয়নি। কেউ কেউ মূল খুঁটি থেকে নিজস্ব ব্যবস্থাপনায় বিদ্যুৎ-সংযোগ নিয়েছেন। ঝুঁকি এড়াতে গ্রাহকের উচিত ছিল প্রতিবছর ওই খুঁটি বদলে নতুন খুঁটি লাগানো।
প্রতিবেদক বলছেন, দূরদূরান্তে বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ–সংযোগ দেওয়ার কোনো নিয়ম নেই। কিন্তু বিদ্যুৎ অফিস থেকে সেটি করতে অনুমতি দেওয়া হচ্ছে। উপজেলার গ্রাহকসংখ্যার বিপরীতে পিডিবির জনবল কম। ফলে মাস্টাররোলে কিছু কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ–সংযোগ নিতে তাদের মাধ্যমে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। যার সঙ্গে যুক্ত আছেন কিছু কর্মকর্তাও। সংযোগ নিতে কয়েক গুণ অর্থ খরচ করতে হয় একজন গ্রাহককে। তার টানা থেকে শুরু করে সবকিছু নিজস্ব খরচে করতে হয়। ফলে এমন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে।
উপজেলার সুধী মহলের বক্তব্য, এসব অনিয়ম ও অব্যবস্থাপনা থেকে পরিত্রাণ পেতে বিদ্যুৎ ব্যবস্থাপনার উন্নয়ন দরকার। পিডিবি জানাচ্ছে, পর্যায়ক্রমে বিদ্যুতের খুঁটি নিয়ে সমস্যার সমাধান করা হচ্ছে। আগামী এক বছরেই অত্যাধুনিক খুঁটি স্থাপন করে দেওয়া যাবে। কিন্তু এমন পরিস্থিতিতে মৃত্যুর জন্য দায় কে নেবে? দ্রুত বিদ্যুতের খুঁটি বসানোর উদ্যোগ নিন। সেই সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান করছি, সখীপুরের পিডিবির অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।