বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » আরও ২০ মিল বেসরকারি খাতে লিজ দেওয়া হচ্ছে : বস্ত্র ও পাটমন্ত্রী
আরও ২০ মিল বেসরকারি খাতে লিজ দেওয়া হচ্ছে : বস্ত্র ও পাটমন্ত্রী
ব্যবস্থাপনার নিয়ম-নীতির কারণেই সরকারি প্রতিষ্ঠান লাভজনক করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। সোমবার (২ ডিসেম্বর) বস্ত্র দিবস উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বস্ত্র খাতে বেসরকারি উদ্যোগ অনেক এগিয়ে গেছে। জনগণের করের টাকায় হাজার কোটি টাকার লোকসান বয়ে চলা যৌক্তিক নয়। তাই বস্ত্র খাত বেসরকারীকরণ করা হচ্ছে। নতুন করে আরও ২০টি মিল বেসরকারি খাতে বার্ষিকী ভাড়া ভিক্তিতে লিজ দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।
পরিবেশবান্ধব পাটের তৈরি সোনালি ব্যাগের ভবিষ্যৎও বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে।