শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
বুধবার, ১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » কোন ষড়যন্ত্র আমাকে রুখতে পারেনি ভবিষ্যতেও পারবে না : আইভী
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » কোন ষড়যন্ত্র আমাকে রুখতে পারেনি ভবিষ্যতেও পারবে না : আইভী
৪৫৯ বার পঠিত
বুধবার, ১ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোন ষড়যন্ত্র আমাকে রুখতে পারেনি ভবিষ্যতেও পারবে না : আইভী

---

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আপনারা জানেন কোন ষড়যন্ত্র আমাকে রুখতে পারেনি ভবিষ্যতেও পারবে না। আপনাদের ফতুল্লা কুতুবপুর নিয়ে আমি সেদিন বলেছিলাম আপনারা প্রস্তাব করেন নতুন করে পৌরসভা গঠন করেন। ফতুল্লা উপজেলা সদর উপজেলার ইলেকশন হতে দিচ্ছেনা। সেখানে আজাদ বিশ্বাসকে বসিয়ে রেখেছে হাতের পুতুলের মত যা বলবে তাই। আওয়ামী লীগের কেন নেতাকে বিকশিত হতে দিবে না। আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের তারা দাঁড়াতে দিবে না কারন তাদের কমান্ড কেউ মানবে না। এজন্য তারা নারায়ণগঞ্জে নেতা তৈরি করতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। শুধু নারায়ণগঞ্জেই না সোনারগাঁ রুপগঞ্জ সিদ্ধিরগঞ্জ বহু জায়গায় এমন করতে থাকে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন মেয়র আইভী।

তিনি বলেন, আনিসুর রহমান দিপু ভাইকে সকল দলের লোকজনেরাই ভালবাসে তার নিজের একটি ব্যক্তিত্বের জন্য। যদিও তিনি আমার পাশে বসে আছেন কিন্তু তিনিও আমার বড় ভাইয়েরই বন্ধু। উনি মাঝে মাজে যে সত্য কথা বলেন সেজন্য তাকে অভিনন্দন জানাই। কারন সত্য বলতেই হবে সত্য ছাড়া আমাদের উপায় নেই। আমাদের ফিরে যেতে হবে যে আল্লাহর কাছে তিনি মিথ্যাকে কখনও প্রশ্রয় দেন না। সবসময় সৎ মানুষের সাথে থাকেন তবে এটা সত্য সেই মানুষগুলোকে তিনি পরীক্ষা নিতে অনেক পছন্দ করেন। তিনি ধৈর্য পরীক্ষা করেন এবং দেখেন আমরা আল্লাহর উপর আস্থা রাখি কিনা। দিপু ভাই দেরীতে হলেও আমাদের পাশে দাঁড়িয়েছেন তাই তাকে অভিনন্দন। আশা করি ভবিষ্যতেও তিনি সত্য ও আমাদের পক্ষে থাকবেন।

তিনি আরও বলেন, মাসুম ভাইকে খবরের পাতার সম্পাদক হিসেবে আপনারা যতটা চেনেন তার চেয়ে বেশি চেনেন ত্বকী হত্যার প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে। যিনি ত্বকীর জন্য ভয়ভীতি উপেক্ষা করে ত্বকীর জন্য কথা বলছেন। যে শহরে কেউ সাহস করে কথা বলত না সেখানে অনেকেই কথা বলছে এর চেয়ে বড় ব্যাপার হতে পারে না।

তিনি বলেন, জাহাঙ্গীর সাহেব আমাদের বড় ভাই। তোলারাম কলেজে পড়তেন অনেক মারধরও খেয়েছেন তবুও আজও টিকে আছেন৷ ষড়যন্ত্র আজকের নয়, সেই একানব্বই সালে সাতজনকে জেল খাটতে হয়েছিল দল করেও। চাষাঢ়ায় দোকান ভেঙে বড় ভাইয়েরা সে দোকান ভাঙার মামলা দিয়েছে আমাদের দলের নেতাদের এবং জাতীয় পার্টির দুই জনকে। রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনা করে তাদের বের হতে হয়েছে। সব সময় আওয়ামী লীগের লোকজনকে তারা নির্যাতন করেছে। আপনারা নিশ্চয়ই ভুলে যান নি আপনাদের নেতাকে ডান্ডাবেড়ি পড়িয়েছে। ভুলে গিয়েছেন?

তিনি বলেন, যারা সত্যের পথে থাকে যারা মানুষের জন্য কাজ করে দলের প্রতি কমিটমেন্ট রাখে জননেত্রীর প্রতি আস্থা রাখে তাদেরই বিজয় হয় এবং হয়েছে আপনাদের নেতার। আজকে কাউসার আহমেদ পলাশকে যারা আলীগঞ্জে আবদ্ধ করতে চেয়েছিল সে পলাশ আজকে সারা বাংলাদেশের নেতা হয়ে গিয়েছে।

তিনি আরও বলেন, নতুন ষড়যন্ত্র হচ্ছে আপনাদের এই ফতুল্লাকে নিয়ে। কিছুদিন আগে দেখেছেন নৌকা তুলে দেয়া হয়েছে তাকে যে জীবনেও নৌকা বলেনি। তারপরেও সে নৌকার মাঝি হয়ে এসেছে তাকে স্বাগত জানাই। সে যেন মনে প্রানে জননেত্রী শেখ হাসিনার কর্মী হতে পারে। আর যদি তা হতে না পারে তাহলে ভবিষ্যত এর বিচার করবে।

তিনি বলেন, পলাশকে সেদিন আশ্বস্ত করেছিলাম তোমার পাশে থাকবো। সে নদীর পাড়ের সুন্দর একটা ছবি আমাকে দিয়েছিল। সেটা নিয়ে যখন পরিকল্পনা মন্ত্রনালয়ে গেলাম এবং দেখালাম এতসুন্দর মাঠ বাংলাদেশে আর কোথায় পাবেন৷ এই মাঠে কোন ভাবেই আপনি বিল্ডিং করতে পারবেন না। হুমকি ধামকি আছে, শেখ রাসেল পার্ক করতে গিয়ে অনেক হুমকির সম্মুখীন হয়েছি। আমার লোকদের ধরে নিয়ে যাওয়া হয়েছে মামলা দিয়েছে। বলেছিল দুশ টাকা খরচ করে এখানে মতিঝিল বানানে হবে। হাওয়া খেতে দিবে না মানুষকে। সেদিন বলেছিলাম শত চেষ্টা করেও রুখতে পারবেন না।

আদমজীর মাঠটা আমরা রক্ষা করতে পারিনি। তখন সংসদ সদস্য কে ছিল। বর্তমান সংসদ সদস্যই ছিল কেউ প্রতিবাদ করেনি। খুবই আফসোসের সহিত আমাদের বলতে হয় অনেক বড় একটি মাঠ আমরা হাত ছাড়া করেছি।

তিনি আরও বলেন, আপনারা এই আলীগঞ্জের মাঠ যতদিন থাকবে ততদিন আপনারা পলাশের কথা মনে রাখবেন। আপনাদের এই মাঠে আজ দাঁড়িয়ে আছি খেলা হচ্ছে কথা বলছি। সবকিছুর অবদান পলাশের নেতৃত্বে আপনারা আলীগঞ্জবাসীর। আমরাও যখন মাটের পক্ষে কথা বলতে এসেছি যারা এসেছে তাদেরও নিয়ে এসেছে আপনাদের নেতা পলাশ। এই পলাশ যদি না থাকতো এই মাঠটা থাকত না। সেই ভূমিদস্যুদের কাছেই চলে যেত এই মাঠ।

তিনি বলেন, আজকে সুপরিকল্পিত ভাবে কাউসার আহমেদ পলাশকে যেন সরানে যায় ভবিষ্যতে যেন এমপি টিকিট চাইতে না পারে একজ্য বহুভাবে চেষ্টা করা হচ্ছে। আমি বলবো মাট যেভাবে রক্ষা করেছেন আপনাদের নেতাকেও সেভাবে রক্ষা করবেন। কোথাও থেকে পিছপা হবেন না।



এ পাতার আরও খবর

দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে

আর্কাইভ