শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
বুধবার, ১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » জয়পুরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল শুরু
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » জয়পুরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল শুরু
৩৩২ বার পঠিত
বুধবার, ১ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জয়পুরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল শুরু

---

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন ও যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বুধবার সকালে জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম হক্কানী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, কালাই পৌর সভার মেয়র রাবেয়া সুলতানা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ লেবু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ১০টি দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, যারা খেলাধুলা করেন, তাদের মন ভালো থাকে তারা মাদক, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা থেকে দূরে থাকেন। সুন্দর সমাজ গঠন করতে বেশি করে খেলাধুলার আয়োজন করার আহ্বান জানান অতিথিরা।



আর্কাইভ