আল কোরআন ও আল হাদিস
আল কোরআন
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সূরা নিসা
মদীনায় অবতীর্ণ
আয়াত : ৯৪,৯৫ ; রুকু ২৪
৯৪. হে মুমিনগণ! যখন তোমরা আল্লাহর পথে সফর কর তখন প্রত্যেক কাজ যাচাই করে নাও এবং কেউ তোমাদেরকে ‘সালাম’ করলে তাকে বলো না যে, তুমি মুমিন নও; তোমরা কি পার্থিব জীবনের সম্পদ অনুসন্ধান করছো? তাহলে আল্লাহর নিকট প্রচুর সম্পদ রয়েছে; প্রথমে তোমরা ঐরূপই ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ করেছেন। অতএব, তোমরা স্থির করে নাও, তোমরা যা করছ নিশ্চয় আল্লাহ তদ্বিষয়ে অভিজ্ঞ।
৯৫. মুমিনদের মধ্যে যারা কোন দুঃখ-পীড়া ব্যতীতই ঘরে বসে থাকে, আর যারা নিজের জান-মাল দ্বারা আল্লাহর পথে জিহাদ করে তারা সমান নয়; আল্লাহ জান-মাল দ্বারা যারা জিহাদ করে তাদেরকে ঘরে উপবিষ্টদের উপর পদমর্যাদায় গৌরবানি¦ত করেছেন এবং সকলকেই আল্লাহ কল্যাণপ্রদ প্রতিশ্রুতি দান করেছেন এবং উপবিষ্টদের উপর মুজাহিদীনকে মহান প্রতিদানে গৌরবানিত করেছেন।
আল হাদিস
উত্তরাধিকার আইন সংক্রান্ত আয়াত নাযিলের প্রেক্ষাপট
জাবের রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন: “নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ও আবূ বকর (রাদিয়াল্লাহু ‘আনহু) বনী সালেমা গোত্রের একটি স্থানে পায়ে হেঁটে আমাকে রোগ শয্যায় দেখতে আসলেন। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাকে বেহুঁশ অবস্থায় দেখতে পেলেন। তখন আমার কোন বোধ ছিল না। তিনি পানি চেয়ে নিয়ে অযূ করলেন এবং অবশিষ্ট পানি আমার শরীরে ছিটিয়ে দিলেন। তখন আমি হুঁশ ফিরে পেলাম এবং বললাম: হে আল্লাহর রাসূল! আমার সম্পত্তি কিভাবে বন্টন করতে বলেন? এর জবাবে নিম্নোক্ত আয়াত নাযিল হলো: ’আল্লাহ্ তোমাদেরকে তোমাদের সন্তান সম্পর্কে নির্দেশ দিচ্ছেন’))” [বুখারী: ৪৫৭৭]