শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » গাজীপুর | ছবি গ্যালারী | শিরোনাম » গাজীপুরে নীটওয়্যার কারখানায় আগুন
প্রথম পাতা » গাজীপুর | ছবি গ্যালারী | শিরোনাম » গাজীপুরে নীটওয়্যার কারখানায় আগুন
১৫৭ বার পঠিত
মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে নীটওয়্যার কারখানায় আগুন

---

গাজীপুরের কোনাবাড়ির জরুন এলাকায় রিপন নীটওয়্যার লিমিটেড নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে রিপন নীটওয়্যার কারখানার ফেব্রিক্সের গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এদিকে, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, দুপুর ১২টার দিকে রিপন নীটওয়্যার কারখানার ফেব্রিক্সের গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

তিনি জানান, খবর পেয়ে আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়‌। তবে কালো ধোঁয়া বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলেও জানান আব্দুল হামিদ মিয়া।

কারখানার শ্রমিকরা বলেন, পাঁচতলা কারখানার নীচ তলায় ফেব্রিক্সের গুদামে হঠাৎ আগুন লাগে। পরে কারখানায় কর্মরত শ্রমিকরা দ্রুত সেখান থেকে বের হয়ে আসে।



আর্কাইভ