শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আইন আদালত | খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » নড়াইলে হত্যা মামলায় ফাঁসি ১, যাবজ্জীবন ৩
প্রথম পাতা » আইন আদালত | খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » নড়াইলে হত্যা মামলায় ফাঁসি ১, যাবজ্জীবন ৩
৫২৮ বার পঠিত
মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে হত্যা মামলায় ফাঁসি ১, যাবজ্জীবন ৩

---

নড়াইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীকে হত্যার দায়ে মো. জামিনুর রহমান মোল্যা নামে একজনের ফাঁসি ও তার ভাই, মামাসহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ দণ্ডাদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৬ সালের ১৮ জুলাই নড়াইল সদর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে জামিনুর তার ভাই সাদ্দাম হোসেন শুভ তাদের মামা মো. সাহিদ মোল্যা, জ্ঞাতী সাত্তার মোল্যার সহায়তায় প্রতিবেশী মফি শেখকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী রেক্সোনা বাদী হয়ে মোট ৬ জনকে আসামি করে সদর থানায় মামলা দিলে পুলিশ তদন্ত শেষে ওই বছরের ১৫ অক্টোবর সকল আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

এ সময় পুলিশের হাতে গ্রেফতারকৃত জামিনুর, তার মাকে উত্ত্যক্ত করায় মফি শেখকে হত্যা করে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া চলাকালে মোট ১০ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে আসামি জামিনুরের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়াও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

এছাড়া অন্য ৩ জনের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। অন্যদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়।



আর্কাইভ