রবিবার, ২৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে ঢাকায় সৌদি প্রতিনিধি দল
বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে ঢাকায় সৌদি প্রতিনিধি দল
ঢাকায় দুই দিনব্যাপী শুরু হওয়া আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে সৌদি পরিবহনমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছেন।
রোববার (২৮ নভেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমেদ চৌধুরী ও সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাবেদ পাটোয়ারী তাদের বিমানবন্দরে স্বাগত জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) আয়োজিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন ১০ সদস্যের সৌদি প্রতিনিধিদল। এর নেতৃত্বে রয়েছেন সৌদি পরিবহনমন্ত্রী ইঞ্জিনিয়ার সালেহ নাসের এ আলদুহাইলান।
প্রতিনিধি দলে আরও রয়েছেন সৌদি বিনিয়োগ বিষয়ক উপমন্ত্রী বদর ইব্রাহিম এলবদর, সৌদি সমুদ্র বন্দর কর্তৃপক্ষের সভাপতি ওমর হারিরিসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। বিদ্যুৎ, প্রকৌশল, এলএলসি, রেড সি গেটওয়ে টার্মিনাল ইত্যাদির মতো সৌদি বেসরকারি ও সরকারি খাতের প্রতিনিধিরাও দলে অন্তর্ভুক্ত রয়েছেন।
রোববার রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে দুই দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন। মূলত, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করছে বিডা।