রবিবার, ২৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » সংসদে টেরিটোরিয়্যাল ওয়াটার্স এন্ড মেরিটাইম জোন (সংশোধন) বিল পাস
সংসদে টেরিটোরিয়্যাল ওয়াটার্স এন্ড মেরিটাইম জোন (সংশোধন) বিল পাস
জাতীয় সংসদে আজ টেরিটোরিয়্যাল ওয়াটার্স এন্ড মেরিটাইম জোন (সংশোধন) বিল ২০২১ কন্ঠভোটে পাস করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ, কে আবদুল মোমেন বিলটি পাসের প্রস্তাব করেন।
বিলে পুনঃনির্ধারিত বাংলাদেশের সামুদ্রিক জলসীমা, উপকূলীয় বেইজ লাইন বিবৃত করা হয়েছে।
বিলে ইউএনসিএলওএস অনুযায়ি সামুদ্রিক জলসীমায় কন্টিগোয়াজ জোনের ব্যাপ্তি ১৮ থেকে ২৪ মাইল নির্ধারণের বিধান কর হয়েছে।
বিলে বিদেশী জাহাজ বা ডুবোজাহাজ বাংলাদেশের জলসীমায় প্রবেশের ক্ষেত্রে ফৌজদারি এক্তিয়ার ও দেওয়ানি এক্তিয়ার অন্তর্ভুক্তির বিধান করা হয়েছে। দেশের জল সীমায় দিয়ে বিদেশী জাহাজ বা ডুবোজাহাজের নির্দোষ অতিক্রমের বিধান করা হয়েছে।
এছাড়া বিলে ইউএনসিএলওএস অনুযায়ি বিদ্যমান আইনে ব্যবহ্নত অর্থনৈতিক জোনের পরিবর্তে বিশেষ অর্থনৈতিক জোন শব্দগুলো সংযোজন করার বিধান করা হয়েছে। দেশের সামুদ্রিক জলসীমার বিশেষ অর্থনৈতিক জোনের সকল প্রাণিজ- অপ্রাণিজ সম্পদের ওপর বাংলাদেশের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠার জন্য সুনির্দিষ্ট বিধান করা হয়েছে।
বিলে সমুদ্রে কন্টিনেন্টাল জোনের সজ্ঞা ও সীমা ইউএনসিএলওএস অনুযায়ি সংশোধন করা হয়েছে। সেফটি জোন নির্ধারণ, সাবমেরিন কেবল, পাইপ লাইন স্থাপন করার বিধান করা হয়েছে।
বিলে ওশ্যান গভার্নন্যান্স, ব্লু ইকোনমি, মেরিটাইম কোঅপারেশনসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সংক্রান্ত নির্দেশনামূলক সুনির্দিষ্ট বিধি- বিধান সংযোজন করা হয়েছে। এছাড়া বিলে সামুদ্রিক দূষণজনিত অপরাধের অর্থদন্ড সর্বোচ্চ ৫ কোটি টাকা করার বিধান করা হয়েছে। এছাড়া চুরি, জল দস্যূতা, জলসীমায় জঙ্গী তৎপরতা বা কার্যক্রম সংজ্ঞা এবং এসব দমন ও বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট বিধান করা হয়েছে। এজন্য বিলে পৃথক মেরিটাইম ট্রাইবুনাল গঠনের বিধান করা হয়েছে।
জাতীয় পার্টির মুজিবুল হক, রস্তু—ম আলী ফরাজী, রওশন আরা মান্নান, বিএনপির হারুনুর রশীদ, মোশাররফ হোসেন, রুমীন ফারহানা, গণফোরামের মোকাব্বির খান বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কন্ঠভোটে নাকচ হয়ে যায়।