রবিবার, ২৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » ভোটের আগেই অস্ত্র নিয়ে অবস্থান নেয় ৩১ ব্যক্তি
ভোটের আগেই অস্ত্র নিয়ে অবস্থান নেয় ৩১ ব্যক্তি
লক্ষ্মীপুরের রামগঞ্জে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের উদ্দেশে অবস্থান নেওয়া ৩১ ব্যক্তিকে অস্ত্রসহ আটক করা হয়েছে।
শনিবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার মধ্যভাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র সংলগ্ন জুগি বাড়ি ছাত্রলীগ নেতা রুবেলের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি এলজিসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র, ককটেল, ৫টি হেলমেট উদ্ধার করা হয়। তবে আটককৃতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
রোববার (২৮ নভেম্বর) সকালে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন সময় নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার তৃতীয় ধাপে রামগঞ্জের ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মধ্যভাদুর ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের জন্য অস্ত্র নিয়ে প্রস্তুতি নিচ্ছিল আটককৃতরা। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় যৌথ অভিযানে নামে র্যাব ও পুলিশের সদস্যরা।
এ সময় ভোটকেন্দ্র সংলগ্ন জুগি বাড়ির একটি ঘর থেকে ৩১ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় এলজিসহ বিপুল পরিমাণের দেশীয় অস্ত্র।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।