শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
শনিবার, ২৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » মোহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়ন মেরিনার্স
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » মোহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়ন মেরিনার্স
২৪২ বার পঠিত
শনিবার, ২৭ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়ন মেরিনার্স

---

ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েছিল মেরিনার্স। কিছুটা শঙ্কাও উঁকি দেয় তখন। মামুনুর রশীদের দল এর পরেও আত্মবিশ্বাস হারায়নি। ৩-২ গোলে মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে নিশ্চিত করেছে প্রিমিয়ার হকি লিগের শিরোপাও।

আম্পায়ারের শেষ বাঁশি বাজতেই টার্ফে আনন্দ উৎসবে মাতে চয়ন-মিলনরা। যে যেভাবে পেরেছেন উৎসবে শামিল হয়েছেন। সঙ্গে সমর্থকরাও। ২০১৬ সালের পর দ্বিতীয়বারের মতো লিগ শিরোপা ঘরে তুললো মেরিনার্স।

শিরোপা জিততে মেরিনার্সের এই ম্যাচে প্রয়োজন ছিল ১ পয়েন্ট। আগের ম্যাচে আবাহনীর কাছে হেরে স্বপ্ন সত্যি হয়নি। সবশেষে মোহামেডানের বিপক্ষে পরিশ্রম সার্থক হয়েছে। ১৫ ম্যাচে ১৪ জয়ে ৪২ পয়েন্ট নিয়েই মতিঝিল পাড়ার দলটি ট্রফি জিতেছে।

শনিবার ম্যাচ-ঘড়ির ১০ মিনিটে দ্বিতীয় পেনাল্টি কর্নার থেকে গোল করে এগিয়ে যায় মোহামেডান। অধিনায়ক রাসেল মাহমুদ জিমির পুশ কামরুজ্জামান পিন্টু স্টপ করার পর আর্জেন্টাইন গনজালো পেইলাতের হিট পোস্টে জড়িয়ে যায়। মেরিনার্স সমতায় ফেরে ৫ মিনিট পর। মিলন হোসেনের পুশ প্রদীপ মোর স্টপ করার পর সোহানুর রহমান সোহান লক্ষ্যভেদ করেন।

২৫ মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে মেরিনার্স লক্ষ্যভেদ করে। মিলনের পুশ মোর স্টপ করার পর সোহানের হিটে পরাস্ত হন গোলকিপার আল আমিন।

তৃতীয় কোয়ার্টারের শুরুতে মোহামেডানের মেনিনির হিট পোস্টে লেগে প্রতিহত হলে হতাশ হতে হয় তাদের।

এরপর ৫১ মিনিটে বক্সে ঢুকেই জোরালো হিট নেন প্রদীপ মোর। বল আটকানোর সুযোগই পাননি মোহামেডান গোলরক্ষক। ছয় মিনিট পর মোহামেডানের সারোয়ার লক্ষ্যভেদ করলে জমে ওঠে ম্যাচ। শেষ পর্যন্ত অবশ্য তারা সাফল্যের মুখ দেখ দেখেনি। বরং ৩-২ স্কোরলাইন রেখে ৫ বছর পর ট্রফি জেতার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে মেরিনার্স।



আর্কাইভ