শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » চট্টগ্রামে লরেন্স সুব্রত হাওলাদার পাল্লিউম বসনে ভূষিত
চট্টগ্রামে লরেন্স সুব্রত হাওলাদার পাল্লিউম বসনে ভূষিত
চট্টগ্রামের ক্যাথলিক খ্রিস্টভক্তদের আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি পাল্লিউম (আর্চবিশপীয় প্রতীক) বসনে ভূষিত হয়েছেন। ‘পাল্লিউম’ হল উলের তৈরি একটি পোষাক বিশেষ যা পোপ একজন আর্চবিশপকে পরিয়ে দেন।
ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস-এর প্রতিনিধি, বাংলাদেশে নিযুক্ত ভাটিকান রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরে আজ শুক্রবার সকালে নগরীর সেন্ট প্লাসিড’স্ স্কুল এ- কলেজ মাঠে এক উপাসনা অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত পাল্লিউম বসনে আর্চবিশপকে বিভূষিত করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনীর সকল বিশপগণ এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ১৬০০ খ্রিস্টভক্ত।
এর আগে ২২ মে লরেন্স সুব্রত হাওলাদার কোভিড-১৯ এর উর্ধ্বগতি থাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের মেট্রোপলিটন আর্চবিশপরূপে অধিষ্ঠান লাভ করেন এবং চট্টগ্রামের ক্যাথলিক খ্রিস্টভক্তগণের পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন।
উল্লেখ্য, খ্রিস্টভক্তদের উপযুক্ত ও নিবিড় পালকীয় সেবাদানের উদ্দেশ্যে বাংলাদেশে কাথলিক খ্রিস্টানদের ৮টি ধর্মাঞ্চল আছে। এগুলো হলো : ঢাকা, চট্টগ্রাম, দিনাজপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, সিলেট ও বরিশাল। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম হলো মেট্রোপলিটান আর্চডাইয়োসিস এবং অন্যগুলো ডাইয়োসিস। প্রতিটি আর্চডাইয়োসিস এবং ডাইয়োসিস-এর অন্তর্ভূক্ত আছে বেশ কয়েকটি প্যারিশ বা ধর্মপল্লী। প্রতিটি ধর্মপল্লীর ধর্মযাজক ‘প্যারিস প্রিস্ট’ নামে অভিহিত। আর্চডাইয়োসিস-এর প্রধান ধর্মযাজক একজন ‘আর্চবিশপ’ এবং ডাইয়োসিস-এর প্রধান ধর্মযাজক হলেন ‘বিশপ’।
চট্টগ্রাম ডাইয়োসিস-এর এলাকা বাংলাদেশের ৯ টি প্রশাসনিক জেলাজুড়ে বিস্তৃত। জেলাগুলো হলো : চাঁদপুর, লক্ষীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান এবং কক্সবাজার। এই জেলাগুলোতে কাথলিক খ্রিস্টানদের প্যারিস বা চার্চ আছে ১১ টি এবং সাব-প্যারিস আছে ৫ টি।