শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
N2N Online TV
শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » জার্মানিতে সরকারের রূপরেখা ঘোষণা
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » জার্মানিতে সরকারের রূপরেখা ঘোষণা
১০০ বার পঠিত
শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জার্মানিতে সরকারের রূপরেখা ঘোষণা

---

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জার্মানির জাতীয় নির্বাচনের দু’মাসের মাথায় প্রকাশ পেল ক্ষমতাপ্রত্যাশী জার্মানির তিন রাজনৈতিক জোট সামাজিক গণতান্ত্রিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, উদারপন্থি ফ্রি ডেমোক্রেটিক পার্টি ও সবুজদলের পরিকল্পিত সরকার গঠনের রূপরেখা।

রূপরেখায় বর্তমান ভাইস চ্যান্সেলর হিসেবে ওলাফ শলজের চ্যান্সেলর হওয়া প্রায় নিশ্চিত। বুধবার (২৪ নভেম্বর) ক্ষমতায় বসতে যাওয়া তিন দলের ১৭৭ পৃষ্ঠার জোট সরকার গঠনের রূপরেখায় বিষয়টি স্পষ্ট হয়।

তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোন রাজনৈতিক দলের কে কোন মন্ত্রণালয় পাবেন সেটা জানা যায়নি।

তবে দেশটির বিভিন্ন গণমাধ্যম ও কোয়ালিশনের বিশেষ এক কর্মকর্তার পক্ষ থেকে জানা যায়, এবারের মন্ত্রী সভায় নারী ও পুরুষের সমতা রাখতে সর্বোচ্চ চেষ্টার কমতি রাখেনি ক্ষমতাপ্রত্যাশী দলগুলো।

তবে এবারের মন্ত্রিপরিষদে সর্বমোট ১৭ জনের জায়গা প্রায় নিশ্চিত। পরিষদে এসপিডি থেকে ৭ মন্ত্রীর জায়গা পেতে যাচ্ছেন। সে হিসেবে সবুজ দল থেকে নির্বাচনে ব্যর্থ চ্যান্সেলর পদপ্রার্থী আনেলেনা বেয়ারবক পেতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রীর পদ, এ ছাড়া ভাইস চ্যান্সেলর হিসেবে দেখা যেতে পারে একই দলের রোবেয়ার্ট হাবেককে। আর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বভারে দেখা যেতে পারে ফ্রি ডেমোক্রেটিক পার্টির প্রধান ক্রিশ্চিয়ান লিন্ডনারকে।

এ ছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে তুরস্ক বংশোদ্ভূত সবুজ দলের রাজনীতিক জেম ঔজডেমিয়ারকে।

দেশটির সমাজ ও রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, জার্মানিতে নতুন সরকার গঠনের রূপরেখা অনুযায়ী মহামারি করোনা দীর্ঘস্থায়ী সমাধান, জলবায়ু পরিবর্তনের সংকট নিরসন, আধুনিক জার্মানি গঠন, কার্বনডাই-অক্সাইড নিয়ন্ত্রণ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার সংস্কার ও ইইউসহ সারা বিশ্বের সঙ্গে টেকসই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করাটাই হবে নতুন এই জোট সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।



আর্কাইভ