শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
N2N Online TV
শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » নতুন মুখ নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » নতুন মুখ নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
১৮৩ বার পঠিত
শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন মুখ নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

---

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার (২৬ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে ইয়াসির আলি রাব্বির। পাকিস্তান দলেও একজনের অভিষেক হচ্ছে এ ম্যাচ দিয়ে।

ইয়াসির আলি প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ৫৭ ম্যাচ। এই ফরম্যাটে তার শতকের সংখ্যা ৯টি। অন্যদিকে ৭৭টি লিস্ট ‘এ’ শ্রেণির ম্যাচে ২টি শত রানের ইনিংস রয়েছে তার নামের পাশে।

এ ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে না মাহমুদুল হাসান জয়ের। বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী। গত বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়া আসরে ভারতকে হারিয়ে বাংলাদেশকে শিরোপার স্বাদ দিতে অসামান্য অবদান রেখেছেন তিনি। সম্প্রতি জাতীয় ক্রিকেট লিগেও হেসেছে তার ব্যাট, চলতি মৌসুমে এখন পর্যন্ত দুটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি।

বাংলাদেশ দলে সর্বশেষ ডাক পান পেসার খালেদ আহমেদ ও শহিদুল ইসলাম। ফলে বাংলাদেশের স্কোয়াডের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৭-তে। এর আগে ২২ নভেম্বর ১৬ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।

পাকিস্তান দলে অভিষেক হচ্ছে আবদুল্লাহ শফিকের। এর আগে তিনি ৩টি প্রথম শ্রেণির ও ৪টি লিস্ট ‘এ’ শ্রেণির ম্যাচ খেলেছেন।

বাংলাদেশ একাদশ
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাইফ হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদাত হোসেন, আবু জায়েদ ও ইয়াসির আলি রাব্বি।

পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, নোমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।



আর্কাইভ