শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
বুধবার, ২৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » পরকীয়ার জেরে খুন, একজনের যাবজ্জীবন
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » পরকীয়ার জেরে খুন, একজনের যাবজ্জীবন
৪৫৮ বার পঠিত
বুধবার, ২৪ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরকীয়ার জেরে খুন, একজনের যাবজ্জীবন

---

নড়াইলের লোহাগড়া উপজেলার ইটনা গ্রামে পরকীয়া প্রেমের জেরে এক ব্যক্তিকে হত্যার দায়ে পলাশ মিনাকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ৫০ হাজার জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি পলাশ মিনা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২২ জানুয়ারি সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে ভুক্তভোগী ঠান্ডু সরদারকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় পলাশ মিনা। এ সময় রাতে ঠান্ডু সরদার বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোজ করেও তাকে পাওয়া যায়নি। এদিকে পরের দিন দুপুরে ইটনা বালিকা বিদ্যালয়ের পাশের খেত থেকে ঠান্ডুর মরদেহ উদ্ধার করে পুলিশ। আসামি পলাশ মিনা ঠান্ডু সরদারকে ধারাল অস্ত্র দিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত ঠান্ডুর মা গোলাপি বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন।



আর্কাইভ