মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » রাজধানীতে ট্রেনের ধাক্কায় আনসার সদস্য নিহত
রাজধানীতে ট্রেনের ধাক্কায় আনসার সদস্য নিহত
রাজধানীর তেজগাঁও নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় আব্দুল হাকিম (৪৮) নামের এক ব্যাটালিয়ান আনসার সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে নাখালপাড়া ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে।
পরে, মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
আব্দুল হাকিমের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার সুহীল গ্রামে। তার বাবার নাম হাসান আলী মৃধা। বর্তমানে নাখালপাড়া পুরাতন এমপি হোস্টেলের আনসার ব্যারাকে থাকতেন তিনি এবং জাতীয় সংসদ ভবনে ডিউটি করতেন।
আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. পলাশ জানান, রেললাইন পার হবার সময় কমলাপুর থেকে বিমানবন্দরগামী একটি ট্রেনের ধাক্কায় দুর্ঘটনার শিকার হন হাকিম।
এমপি হোস্টেলের সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) মো. মসলেম উদ্দিন জানান, হাকিম শেরপুর-১২ ব্যাটালিয়ন আনসারে নায়েক হিসেবে কর্মরত ছিলেন। ডিউটি করতেন সংসদ ভবনে। রাত্রীকালীন ডিউটি শেষ করে সকালে ব্যারাকে ফিরে পোশাক পরিবর্তন করে নাস্তা করেন তিনি। পরে মোবাইলে টাকা রিচার্জ করতে বের হন। এর কিছুক্ষণ পর জানতে পারি ট্রেনের ধাক্কায় আহত হয়েছে।
পথচারীরা হাকিমকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। পরে হাসপাতালে এসে হাকিমের মৃতদেহ দেখতে পাই।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এর আগে, ২০১৫ সালের ৬ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনে কাটা পড়ে মোস্তফা সরকার নাসির (৫০) নামের এক আনসার সদস্যের মৃত্যু হয়েছিল। ঐ আনসার সদস্য রাজধানীর ভাটারা এলাকায় আনসার একাডেমিতে থাকতেন।