শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
N2N Online TV
সোমবার, ২২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » দুর্বৃত্তের গুলিতে কাউন্সিলরসহ ২ জনের মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » দুর্বৃত্তের গুলিতে কাউন্সিলরসহ ২ জনের মৃত্যু
১৯৫ বার পঠিত
সোমবার, ২২ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুর্বৃত্তের গুলিতে কাউন্সিলরসহ ২ জনের মৃত্যু

---

কার্যালয়ে ঢুকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলরসহ দুজন নিহত হয়েছেন।

সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

বিকাল ৪টার দিকে কাউন্সিলরের নিজ কার্যালয় পাথুরিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জনা যায়, বিকেল ৪ টার দিকে কাউন্সিলর সোহেল তার কার্যালয়ে বসে কাজ করছিলেন। এ সময় মুখোশ পরা একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার সঙ্গে থাকা আরও অন্তত ৪ জন গুলিবিদ্ধ হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যায় কাউন্সিলর সোহেল ও হরিপদ সাহা মারা যান। তবে ঘটনার কারণ এখনও জানা যায়নি।



আর্কাইভ